ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস রাজনৈতিক পরিবর্তনে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে : ড্যান মজিনা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন ‘অনিবার্য কারণে’ জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতার সংবাদ সম্মেলন স্থগিত যে দল ইসরাইলের টাকায় চলে সেই দলে আমি থাকতে পারি না: রেজা কিবরিয়া নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না, সবাই সহযোগিতা করলে শান্তিপূর্ণভাবে হয়ে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘সবাইকেই তো দেখলাম, এবার জামায়াতকে দেখব’,বক্তব্যের অন্তর্নিহিত গোমর ফাঁস করলেন হামিম গোপালগঞ্জে মা-বাবাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেফতার

কাস্টিং কাউচ ও ট্রয় নগরীর হেলেন

আকাশ বিনোদন ডেস্ক : 

রূপ ও অভিনয় দক্ষতা দিয়ে কোটি ভক্তের মন জয় করেছেন বলিউড অভিনেত্রী ইলিয়েনা ডি’ক্রুজ। ক্যারিয়ারে তার অভিনীত ৯০ শতাংশ ছবিই সুপারহিট অথবা ব্লকবাস্টার। ২০০৬ সালে তেলেগু চলচ্চিত্র ‘দেবাদাসু’-তে অভিনয়ের জন্য ওই বছরের সেরা নবাগত নায়িকা বিভাগে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড জয় করেন।

এরপর পোকিরি (২০০৬), কিক (২০০৮) এবং জুলারি (২০১২) চলচ্চিত্রে তার সরব উপস্থিতি দর্শকদের মন জুড়িয়েছে। এসব সফলতার পেছনে রয়েছে অনেক সংগ্রামের গল্প ও চাকচিক্যে ভরা বলিউডে টিকে থাকার অভিজ্ঞতা।

সে অভিজ্ঞতা দিয়েই এখন দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউড পাড়াতেও সমানভাবে দাপিয়ে বেড়াচ্ছেন। সফলতা এখন তার কপালে জ্বলজ্বল করছে। সাফল্য পাচ্ছেন একের পর এক। অথচ আজকের অবস্থানে আসার পেছনে অনেক পিচ্ছিল পথ পেরিয়ে আসতে হয়েছে তাকে। হয়েছেন কাস্টি কাউচের মুখোমুখিও। ভাবা যায়! শুনে অবাক হবেন, ক্যারিয়ারের শুরুর দিকে এ সুন্দরী অভিনেত্রী আত্মহত্যা করতে চেয়েছিলেন। তাকে ঘিরে ধরেছিল বিষণ্ণতা ও বডি ডিসমরফিক ডিসঅর্ডারে। ২১তম ‘ওয়ার্ল্ড কংগ্রেস অব মেনটাল হেলথ’ শীর্ষক একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এ ধরনের মন্তব্য তিনি নিজেই করেছেন। ঘটনাগুলো বলার পেছনে কারণও ছিল। কেউ যাতে বিষণ্ণতায় ভুগে আত্মহত্যার পথ বেছে না নেয়।

ইলিয়েনা বলেন, ‘আমি আত্মসচেতন ব্যক্তি এবং সবসময়ই আমার শারীরিক গড়ন নিয়ে চিন্তায় থাকতাম। সবার কাছে গ্রহণযোগ্য হতে চাইতাম। আমার সবসময় মন খারাপ থাকত। কিন্তু এ বিষয়ে সাহায্য পাওয়ার আগে বুঝতে পারিনি আমি বিষণ্ণতা এবং বডি ডিসমরফিক ডিসঅর্ডারে ভুগছি। এক পর্যায়ে আত্মহত্যার চিন্তা করেছিলাম এবং সবকিছু শেষ করে দিতে চেয়েছিলাম। কিন্তু যখন মেনে নিলাম, আমি যা এবং যে পরিস্থিতির মধ্য দিয়ে চলছি সেটিই ঠিক তখন সবকিছু ঠিক হয়ে গেল।

আমি মনে করি এটিই বিষণ্ণতা থেকে মুক্তি পাওয়ার প্রথম ধাপ।’ পর্দায় নয়, এটাই ইলিয়েনার বাস্তব জীবনের গল্প। এখন সফল নায়িকা তিনি। তাই খোলামেলা মন্তব্য করতে কুণ্ঠাবোধ করেন না। অন্য নায়িকারা যে বিষয়টিকে ধামাচাপা দিয়ে রাখতে পছন্দ করেন তিনি সেটি অকপটেই বলে দেন। তার খোলামেলা মন্তব্য থেকে বাদ যান না অনেক বিখ্যাতজনরাও। সম্প্রতি গণমাধ্যমে একটি তথ্য ফাঁস করেন এ অভিনেত্রী। বলেন, ‘সিনেমায় নারীদের অভিনয়ের কোনো প্রশংসা করা হয় না।

তাদের নেয়া হয় শুধু শরীর দেখানোর জন্য।’ এমন কথা হলিউড-বলিউডের ক’জন অভিনেত্রী বলার সাহস দেখায়! অথচ ইলিয়েনা সে সাহস দেখিয়েছেন। ব্যক্তি জীবনে সাহসী এ অভিনেত্রী অভিনয় জীবনের প্রথম কাস্টিং কাউচে কথা ভুলতে পারছেন না এখনও। যা তাকে এখনও পীড়া দেয়। তাই চলচ্চিত্রের অন্তরালে ঘটা সব কাহিনী মুখ ফুটে বলে দিলেন তিনি। যদিও এসব বিষয়ে একটু মাতামাতি করলেই তো ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার কথা। ইলিয়েনার মতে, ‘কোনো তারকা নিজের ক্ষতি করতে চান না।

কারণ, প্রথম সারির এ তারকারা সবাই প্রতিষ্ঠিত। তাদের অনেকেরই দুর্ভাগ্য, কারণ অনেককেই কাস্টিং কাউচের শিকার হতে হয়েছিল।’ ইলিয়েনা আরও জানান, বলিউডে সবচেয়ে বেশি কাস্টিং কাউচের শিকার হন নতুন মেয়েরা। বলিউডে অভিনয়ের অনেক স্বপ্ন তাদের চোখে।

নিশ্চয়ই কেউ চান না, তাদের ক্যারিয়ার শুরুতেই শেষ হয়ে যাক। আর এ কারণেই কাস্টিং কাউচের ঘটনা সব সময় ধামাচাপা পড়ে যায়। এ অভিনেত্রী দাবি করেন, ভারতে বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের পূজা করা হয়। সেখানে কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললে যে ক্যারিয়ার শেষ হয়ে যাবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাস্টিং কাউচ ও ট্রয় নগরীর হেলেন

আপডেট সময় ০২:৫৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮

আকাশ বিনোদন ডেস্ক : 

রূপ ও অভিনয় দক্ষতা দিয়ে কোটি ভক্তের মন জয় করেছেন বলিউড অভিনেত্রী ইলিয়েনা ডি’ক্রুজ। ক্যারিয়ারে তার অভিনীত ৯০ শতাংশ ছবিই সুপারহিট অথবা ব্লকবাস্টার। ২০০৬ সালে তেলেগু চলচ্চিত্র ‘দেবাদাসু’-তে অভিনয়ের জন্য ওই বছরের সেরা নবাগত নায়িকা বিভাগে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড জয় করেন।

এরপর পোকিরি (২০০৬), কিক (২০০৮) এবং জুলারি (২০১২) চলচ্চিত্রে তার সরব উপস্থিতি দর্শকদের মন জুড়িয়েছে। এসব সফলতার পেছনে রয়েছে অনেক সংগ্রামের গল্প ও চাকচিক্যে ভরা বলিউডে টিকে থাকার অভিজ্ঞতা।

সে অভিজ্ঞতা দিয়েই এখন দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউড পাড়াতেও সমানভাবে দাপিয়ে বেড়াচ্ছেন। সফলতা এখন তার কপালে জ্বলজ্বল করছে। সাফল্য পাচ্ছেন একের পর এক। অথচ আজকের অবস্থানে আসার পেছনে অনেক পিচ্ছিল পথ পেরিয়ে আসতে হয়েছে তাকে। হয়েছেন কাস্টি কাউচের মুখোমুখিও। ভাবা যায়! শুনে অবাক হবেন, ক্যারিয়ারের শুরুর দিকে এ সুন্দরী অভিনেত্রী আত্মহত্যা করতে চেয়েছিলেন। তাকে ঘিরে ধরেছিল বিষণ্ণতা ও বডি ডিসমরফিক ডিসঅর্ডারে। ২১তম ‘ওয়ার্ল্ড কংগ্রেস অব মেনটাল হেলথ’ শীর্ষক একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এ ধরনের মন্তব্য তিনি নিজেই করেছেন। ঘটনাগুলো বলার পেছনে কারণও ছিল। কেউ যাতে বিষণ্ণতায় ভুগে আত্মহত্যার পথ বেছে না নেয়।

ইলিয়েনা বলেন, ‘আমি আত্মসচেতন ব্যক্তি এবং সবসময়ই আমার শারীরিক গড়ন নিয়ে চিন্তায় থাকতাম। সবার কাছে গ্রহণযোগ্য হতে চাইতাম। আমার সবসময় মন খারাপ থাকত। কিন্তু এ বিষয়ে সাহায্য পাওয়ার আগে বুঝতে পারিনি আমি বিষণ্ণতা এবং বডি ডিসমরফিক ডিসঅর্ডারে ভুগছি। এক পর্যায়ে আত্মহত্যার চিন্তা করেছিলাম এবং সবকিছু শেষ করে দিতে চেয়েছিলাম। কিন্তু যখন মেনে নিলাম, আমি যা এবং যে পরিস্থিতির মধ্য দিয়ে চলছি সেটিই ঠিক তখন সবকিছু ঠিক হয়ে গেল।

আমি মনে করি এটিই বিষণ্ণতা থেকে মুক্তি পাওয়ার প্রথম ধাপ।’ পর্দায় নয়, এটাই ইলিয়েনার বাস্তব জীবনের গল্প। এখন সফল নায়িকা তিনি। তাই খোলামেলা মন্তব্য করতে কুণ্ঠাবোধ করেন না। অন্য নায়িকারা যে বিষয়টিকে ধামাচাপা দিয়ে রাখতে পছন্দ করেন তিনি সেটি অকপটেই বলে দেন। তার খোলামেলা মন্তব্য থেকে বাদ যান না অনেক বিখ্যাতজনরাও। সম্প্রতি গণমাধ্যমে একটি তথ্য ফাঁস করেন এ অভিনেত্রী। বলেন, ‘সিনেমায় নারীদের অভিনয়ের কোনো প্রশংসা করা হয় না।

তাদের নেয়া হয় শুধু শরীর দেখানোর জন্য।’ এমন কথা হলিউড-বলিউডের ক’জন অভিনেত্রী বলার সাহস দেখায়! অথচ ইলিয়েনা সে সাহস দেখিয়েছেন। ব্যক্তি জীবনে সাহসী এ অভিনেত্রী অভিনয় জীবনের প্রথম কাস্টিং কাউচে কথা ভুলতে পারছেন না এখনও। যা তাকে এখনও পীড়া দেয়। তাই চলচ্চিত্রের অন্তরালে ঘটা সব কাহিনী মুখ ফুটে বলে দিলেন তিনি। যদিও এসব বিষয়ে একটু মাতামাতি করলেই তো ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার কথা। ইলিয়েনার মতে, ‘কোনো তারকা নিজের ক্ষতি করতে চান না।

কারণ, প্রথম সারির এ তারকারা সবাই প্রতিষ্ঠিত। তাদের অনেকেরই দুর্ভাগ্য, কারণ অনেককেই কাস্টিং কাউচের শিকার হতে হয়েছিল।’ ইলিয়েনা আরও জানান, বলিউডে সবচেয়ে বেশি কাস্টিং কাউচের শিকার হন নতুন মেয়েরা। বলিউডে অভিনয়ের অনেক স্বপ্ন তাদের চোখে।

নিশ্চয়ই কেউ চান না, তাদের ক্যারিয়ার শুরুতেই শেষ হয়ে যাক। আর এ কারণেই কাস্টিং কাউচের ঘটনা সব সময় ধামাচাপা পড়ে যায়। এ অভিনেত্রী দাবি করেন, ভারতে বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের পূজা করা হয়। সেখানে কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললে যে ক্যারিয়ার শেষ হয়ে যাবে, তা আর বলার অপেক্ষা রাখে না।