অাকাশ জাতীয় ডেস্ক:
সড়ক নির্মাণ কাজের অনিয়মের ঘটনা প্রমানিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওয়াদুল কাদের।
এসময় রাস্তার ক্ষতিগ্রস্থ অংশ দায়ী ঠিকাদারকে দিয়ে পুণ:মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে সংসদীয় কমিটি। পাশাপাশি গাছ না কেটে ‘যশোর-বেনাপোল জাতীয় মহাসড়ক প্রশস্থ ও উন্নয়ন’ প্রকল্পের কাজ দ্রুত শুরু করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে রাস্তাটি সচল রাখার স্বার্থে দ্রুত সংস্কার করার জন্য ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি।
বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, একেএমএ আউয়াল (সাইদুর রহমান), রেজওয়ান আহাম্মদ তৌফিক, ফয়জুর রহমান, মো. মনিরুল ইসলাম ও লুৎফুন নেছা এসময় উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র জানায়, টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগে নাজমুল হক প্রধানকে আহ্বায়ক করে গঠিত দুই সদস্য সংসদীয় সাব কমিটির বৈঠকে তাদের তদন্ত প্রতিবেদন পেশ করে। এতে টাঙ্গাইলের মির্জাপুর-ওয়ার্শী-বালিয়া সড়ক নির্মাণের অনিয়মের ঘটনা প্রমাণিত হয়।
এলাকাটি কমিটির সভাপতির নির্বাচনী এলাকা। প্রতিবেদনে উল্লেখ করা হয়- কাজ মানসম্মত হয়নি। কাজ শেষ হওয়ার পর এখনই রাস্তা নষ্ট হয়ে গেছে। ঠিকাদার কাজ শেষ না করেই বিল নিয়েছেন। রাস্তার কাজে পাথরের পরিবর্তে স্যালভেজ ব্যবহার করা হয়। এ সময় সভায় উপস্থিত সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে প্রধান প্রকৌশলীকে নির্দেশ দেন।
সংসদ সচিবালয় জানায়, কমিটি নির্দিষ্ট সময়ের মধ্যে ভুলতা ৪ লেন ফ্লাইওভার নির্মাণ প্রকল্পসহ জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা সড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ সমাপ্ত করার সুপারিশ করে।
বৈঠকে ‘যশোর-বেনাপোল জাতীয় মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ শীর্ষক প্রকল্পটির কাজ গাছ না কেটে দ্রুত শুরু করতে এবং রাস্তাটি সচল রাখার স্বার্থে সংস্কারের সুপারিশ করে।
কমিটি ভুলতা চার লেন ফ্লাইওভার নির্মাণ প্রকল্প এবং জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সমাপ্ত করার সুপারিশ করে।
আকাশ নিউজ ডেস্ক 



















