ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু কন্যাই মুক্তিযোদ্ধাদের যোগ্য সম্মান দিয়েছেন: মোশাররফ

অাকাশ জাতীয় ডেস্ক:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি জামায়াত ক্ষমতায় থাকাকালে দেশে মুক্তিযোদ্ধারা নানা ভাবে হয়রানির শিকার হয়েছেন। কিন্তু বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্বে আছেন বলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হচ্ছে। একমাত্র তিনিই (প্রধানমন্ত্রী) বীর মুক্তিযোদ্ধাদের যোগ্য সম্মান দিয়ে আসছেন।

ফরিদপুরে মহান স্বাধীনতার ৪৭তম বার্ষিকীতে ‘বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমাবার বেলা ১১টার দিকে কবি জসীম উদ্দীন হল মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।

বিএনপি-জামায়াতের দুঃশাসনের কথা স্মরণ করিয়ে দিয়ে এলজিআরডি মন্ত্রী বলেন, তারা (বিএনপি জামায়াত) ক্ষমতায় থাকাকালে মুক্তিযোদ্ধাদের নানা ভাবে হয়রানি হতে হয়েছে। তারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে না। অথচ মুক্তিযোদ্ধারা না থাকলে, দেশ স্বাধীন হতো না। আমরা এই ২৬ মার্চ চিনতাম না।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। পুলিশ সুপার মো. জামিল হোসেন খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন বাবর, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, যুদ্ধকালীন কমান্ডার কবিরুল আলম ওরফে মাও, যুদ্ধকালীন কমান্ডার গুলজার হোসেন খান, সাবেক জেলা কমান্ডার আবুল ফয়েজ, সাবেক জেলা ডেপুটি কমান্ডার নজরুল ইসলাম, সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার শামসুদ্দীন ফকির প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গবন্ধু কন্যাই মুক্তিযোদ্ধাদের যোগ্য সম্মান দিয়েছেন: মোশাররফ

আপডেট সময় ০৭:৫২:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি জামায়াত ক্ষমতায় থাকাকালে দেশে মুক্তিযোদ্ধারা নানা ভাবে হয়রানির শিকার হয়েছেন। কিন্তু বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্বে আছেন বলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হচ্ছে। একমাত্র তিনিই (প্রধানমন্ত্রী) বীর মুক্তিযোদ্ধাদের যোগ্য সম্মান দিয়ে আসছেন।

ফরিদপুরে মহান স্বাধীনতার ৪৭তম বার্ষিকীতে ‘বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমাবার বেলা ১১টার দিকে কবি জসীম উদ্দীন হল মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।

বিএনপি-জামায়াতের দুঃশাসনের কথা স্মরণ করিয়ে দিয়ে এলজিআরডি মন্ত্রী বলেন, তারা (বিএনপি জামায়াত) ক্ষমতায় থাকাকালে মুক্তিযোদ্ধাদের নানা ভাবে হয়রানি হতে হয়েছে। তারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে না। অথচ মুক্তিযোদ্ধারা না থাকলে, দেশ স্বাধীন হতো না। আমরা এই ২৬ মার্চ চিনতাম না।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। পুলিশ সুপার মো. জামিল হোসেন খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন বাবর, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, যুদ্ধকালীন কমান্ডার কবিরুল আলম ওরফে মাও, যুদ্ধকালীন কমান্ডার গুলজার হোসেন খান, সাবেক জেলা কমান্ডার আবুল ফয়েজ, সাবেক জেলা ডেপুটি কমান্ডার নজরুল ইসলাম, সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার শামসুদ্দীন ফকির প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।