ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সপরিবারে সাক্ষাৎ মানি লন্ডারিংয়ের অভিযোগে সাংবাদিক আনিসের বিরুদ্ধে মামলা আসন সমঝোতা হলেও জোটের রাজনৈতিক গুরুত্ব আছে: নাহিদ ইসলাম স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল, সময়সূচি প্রকাশ গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদন হয়েছে : আসিফ নজরুল বিএনপি ক্ষমতায় এলে দেশের ঘরে ঘরে নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে: দুলু জামায়াত জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত, রাতে প্রার্থী ঘোষণা শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড়, পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত

হ্যারি কেন ছাড়াও জিতে ইংল্যান্ড

আকাশ স্পোর্টস ডেস্ক:

একাদশে ছিলেন না সেরা তারকা হ্যারি কেন। তাকে ছাড়া ইংল্যান্ড জিততে পারে কি না-তাই ছিল দেখার অপেক্ষা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। প্রীতি ম্যাচে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়েছে ইংলিশরা।

আমস্টারডামে শুরু থেকে তুমুল লড়াইয়ে এগিয়ে চলে খেলা। ক্ষণে ক্ষণে বলের দখল নিয়ে একে অপরের প্রান্তে হানা দেয় দুদল। তবে প্রথমার্ধে কেউই প্রতিপক্ষের গোলমুখ খুলতে পারেনি। ফলে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ভীষণ আগ্রাসী হয়ে ওঠে ইংল্যান্ড। গোল পেতে মরিয়া হয়ে ওঠে তারা। অবশেষে ৫৯ মিনিটে তাদের অপেক্ষার অবসান ঘটে। এ সময় ইংলিশদের সাফল্য এনে দেন জেসে লিংগার্ড। আন্তর্জাতিক ম্যাচে এটি তার নবম গোল।

এগিয়ে গিয়ে আরও গতিশীল ফুটবল উপহার দেয় ইংল্যান্ড। কিন্তু আর গোল আদায় করতে পারেনি তারা। এতে বিশ্বকাপে নাম লেখাতে না পারা দলটির বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয় গ্যারেথ সাউথগেটের শিষ্যদের।

গোটা ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শনী করেছে ইংল্যান্ড। তবু গোলের ব্যবধান বাড়াতে না পারার আফসোস থেকে যাচ্ছে। সেই আক্ষেপ ঝরেছে কোচের কণ্ঠেও, ছেলেদের পারফরম্যান্সে আমি খুশি। তাদের দম নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না। তবে জয়ের ব্যবধান আরও বাড়লে,সেটা খুব স্বস্তিদায়ক হতো।

জয় পেলেও ৯০ সমর্থক গ্রেপ্তারের ঘটনায় আনন্দটা ম্লান হয়ে গেছে ইংল্যান্ডের। আমস্টারডামের রাস্তায় উচ্ছৃঙ্খল আচরণের দায়ে তাদের গ্রেপ্তার করে ডাচ পুলিশ।

ম্যাচ শুরুর আগেও স্টেডিয়ামের গ্যালারিতে উচ্ছৃঙ্খল আচরণ করে ইংলিশ সমর্থকেরা। নেদারল্যান্ডসের জাতীয় সংগীতের সময় দুয়োধ্বনি দিয়ে স্বাগতিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার করে তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হ্যারি কেন ছাড়াও জিতে ইংল্যান্ড

আপডেট সময় ০৪:৫৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

একাদশে ছিলেন না সেরা তারকা হ্যারি কেন। তাকে ছাড়া ইংল্যান্ড জিততে পারে কি না-তাই ছিল দেখার অপেক্ষা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। প্রীতি ম্যাচে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়েছে ইংলিশরা।

আমস্টারডামে শুরু থেকে তুমুল লড়াইয়ে এগিয়ে চলে খেলা। ক্ষণে ক্ষণে বলের দখল নিয়ে একে অপরের প্রান্তে হানা দেয় দুদল। তবে প্রথমার্ধে কেউই প্রতিপক্ষের গোলমুখ খুলতে পারেনি। ফলে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ভীষণ আগ্রাসী হয়ে ওঠে ইংল্যান্ড। গোল পেতে মরিয়া হয়ে ওঠে তারা। অবশেষে ৫৯ মিনিটে তাদের অপেক্ষার অবসান ঘটে। এ সময় ইংলিশদের সাফল্য এনে দেন জেসে লিংগার্ড। আন্তর্জাতিক ম্যাচে এটি তার নবম গোল।

এগিয়ে গিয়ে আরও গতিশীল ফুটবল উপহার দেয় ইংল্যান্ড। কিন্তু আর গোল আদায় করতে পারেনি তারা। এতে বিশ্বকাপে নাম লেখাতে না পারা দলটির বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয় গ্যারেথ সাউথগেটের শিষ্যদের।

গোটা ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শনী করেছে ইংল্যান্ড। তবু গোলের ব্যবধান বাড়াতে না পারার আফসোস থেকে যাচ্ছে। সেই আক্ষেপ ঝরেছে কোচের কণ্ঠেও, ছেলেদের পারফরম্যান্সে আমি খুশি। তাদের দম নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না। তবে জয়ের ব্যবধান আরও বাড়লে,সেটা খুব স্বস্তিদায়ক হতো।

জয় পেলেও ৯০ সমর্থক গ্রেপ্তারের ঘটনায় আনন্দটা ম্লান হয়ে গেছে ইংল্যান্ডের। আমস্টারডামের রাস্তায় উচ্ছৃঙ্খল আচরণের দায়ে তাদের গ্রেপ্তার করে ডাচ পুলিশ।

ম্যাচ শুরুর আগেও স্টেডিয়ামের গ্যালারিতে উচ্ছৃঙ্খল আচরণ করে ইংলিশ সমর্থকেরা। নেদারল্যান্ডসের জাতীয় সংগীতের সময় দুয়োধ্বনি দিয়ে স্বাগতিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার করে তারা।