অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর বাড্ডায় ছুরিকাঘাতে মানারাত বিশ্ববিদ্যালয় ছাত্র নাসিম আহমেদ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
সোমবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন বাড্ডা থানা পুলিশ তা দাখিল করেনি। এ জন্য ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী প্রতিবেদন দাখিলের পরবর্তী ওই দিন ধার্য করেন।
আদালত সূত্র জানায়, রাজধানীর বাড্ডা থানাধীন পোস্ট অফিসের গলির বাসার সামনে নাসিমের গলায় ও কোমরে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। গত বছরের ৬ নভেম্বর সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় নাসিম মারা যান। ওই ঘটনায় নিহতের বাবা আলী আহমেদ সাইফ উদ্দীন বাদী হয়ে বাড্ডা থানায় মামলাটি করেন। বাড্ডা থানার এসআই কামরুল হাসান মামলাটি তদন্ত করছেন।
আকাশ নিউজ ডেস্ক 

























