আকাশ বিনোদন ডেস্ক:
অপেক্ষার প্রহর যেন সইছে না। রাজের কর্মকান্ডে তা কিছুটা আন্দাজ করা যায়। রেজিস্ট্রি তো সেরেই ফেলেছেন, এবার অপেক্ষা শুভশ্রীকে পাকাপোক্তভাবে ঘরে তুলে নেয়ার।
গত ৬ মার্চ আরবানা ক্লাব হাউসের সারপ্রাইজ পার্টিতে বাগদান সেরেছেন রাজ-শুভশ্রী জুটি। এবার তাঁরা প্ল্যান করছেন ১১ মে সাত পাকে বাঁধা পড়ার।
খুব কাছের কিছু বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের নিয়ে একেবারে ঘরোয়া আয়োজনেই আইনি বিয়ে সেরেছেন এই তারকা দম্পতি। খুব বেশি লোক না থাকলেও সেই অনুষ্ঠানের কিছু ছবি প্রকাশ পেয়েছে জনসম্মুখে।
রাজ-শুভশ্রী দুজনেই ফেসবুকে তাদের বিয়ের ছবি প্রকাশ করেছেন। তবে সেই ছবিগুলোর চেয়েও বেশি ভাইরাল হয়েছে রাজ-শুভশ্রীর চুম্বনের কয়েকটি ছবি।
বিয়ের দিন সকলের সামনেই শুভশ্রীকে কিছুটা জোর করেই চুমু দেন রাজ। আর এই দৃশ্য ধারণ করেন উপস্থিত অতিথিদের কয়েকজন। পরে সেই ছবিই ভঅইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
অনেকেই এই ছবি দেখে বলছেন, অপেক্ষ যেন আর সইছে না রাজের। তিনি হয়তো মনে মনে গাইছেন ‘কবে আইবে আমার পালা রে/দিমু গলায় মালা রে। ’
আকাশ নিউজ ডেস্ক 

























