ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস

খুশকি তাড়ানোর ৫ উপায়

আকাশ নিউজ ডেস্ক:

মাথায় যাদের খুশকি আছে তারাই বোঝেন এর চেয়ে বিপাকের আর কিছু হয় না। যত ভাল কাপড়ই পড়ুন, সুন্দর করে নিজেকে সাজান কী লাভ তাতে বলুন। আপনার শার্টের কালার বা জামায় যদি লেগে থাকে মাথার খুশকি; তা হলে তো বুঝতেই পারছেন পুরো সাজটাই আপনার মাটি হয়ে যাবে।

মাথার খুশিক দূর করতে কতই না প্রচেষ্টা আপনার। এই খুশকি দূর করতে কত কিছুই করে থাকেন আপনি। শ্যাম্পু থেকে শুরু করে তেল, সাবান, লোশন, বিভিন্ন গাছের পাতা, হারবাল উপাদানও ব্যবহার করেন।

তবে আপনি জানে কি? সামন্য কিছু বিষয় মেনে চললে দূর হবে আপনার মাথার খুশকি।

আসুন জেনে নেই কিভাবে দূর করবেন মাথার খুশকি-

ভিনেগার ও পুদিনা পাতা :

ভিনেগার ও পুদিনা পাতা খুশকি দূর করতে সাহায্যে করে। পুদিনা পাতা বেটে রস করে এর সঙ্গে তিন টেবিল চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে প্যাক তৈরি করুন। মাথার তালুতে ম্যাসাজ করে ১০ মিনিট অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখুন আপনার মাথার খুশকি দূর হয়ে গেছে।

ভিনেগার ও মধু :

প্রথমে মাথার তালুতে পাতলা করে মধু লাগান। পরের দিন সকালে হালকা গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এবার আপেল সিডার ভিনেগার দিয়ে চুল ধুয়ে ফেলুন। তবে ভিনেগারের সঙ্গে পানি মিশিয়ে নিতে ভুলবেন না। এটি খুব সহজে মাথার খুশকি দূর করে।

ভিনেগার ও টকদই :

প্রথমে চুলে ভিনেগার লাগিয়ে ১০ মিনিট পর চুল ধুয়ে ফেলুন। পরে আধা ঘণ্টা পর চুলে টকদই লাগান। শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখুন চুলে আর কোনো খুশকি নেই।

ভিনেগার ও মেথি পাতা :

মেথি পাতা বেটে রস ও এক কাপ আপেল সিগার ভিনেগারের সঙ্গে মিশিয়ে মাথায় লাগান। ১০ মিনিট অপেক্ষা পর হালাকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি দ্রুত খুশকি দূর করবে।

ভিনেগার ও অলিভ অয়েল :

প্রথমে অলিভ অয়েল দিয়ে চুল ম্যাসাজ করে নিন। এবার হালকা গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। শুকিয়ে গেলে মাথার তালু ও চুলে আপেল সিডার ভিনেগার লাগান। মাসে অন্তত দুইবার এভাবে চুলে ভিনেগার লাগান। এতে খুশকি দূর হবে এবং চুল পড়া কমবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি

খুশকি তাড়ানোর ৫ উপায়

আপডেট সময় ০৬:২৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮

আকাশ নিউজ ডেস্ক:

মাথায় যাদের খুশকি আছে তারাই বোঝেন এর চেয়ে বিপাকের আর কিছু হয় না। যত ভাল কাপড়ই পড়ুন, সুন্দর করে নিজেকে সাজান কী লাভ তাতে বলুন। আপনার শার্টের কালার বা জামায় যদি লেগে থাকে মাথার খুশকি; তা হলে তো বুঝতেই পারছেন পুরো সাজটাই আপনার মাটি হয়ে যাবে।

মাথার খুশিক দূর করতে কতই না প্রচেষ্টা আপনার। এই খুশকি দূর করতে কত কিছুই করে থাকেন আপনি। শ্যাম্পু থেকে শুরু করে তেল, সাবান, লোশন, বিভিন্ন গাছের পাতা, হারবাল উপাদানও ব্যবহার করেন।

তবে আপনি জানে কি? সামন্য কিছু বিষয় মেনে চললে দূর হবে আপনার মাথার খুশকি।

আসুন জেনে নেই কিভাবে দূর করবেন মাথার খুশকি-

ভিনেগার ও পুদিনা পাতা :

ভিনেগার ও পুদিনা পাতা খুশকি দূর করতে সাহায্যে করে। পুদিনা পাতা বেটে রস করে এর সঙ্গে তিন টেবিল চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে প্যাক তৈরি করুন। মাথার তালুতে ম্যাসাজ করে ১০ মিনিট অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখুন আপনার মাথার খুশকি দূর হয়ে গেছে।

ভিনেগার ও মধু :

প্রথমে মাথার তালুতে পাতলা করে মধু লাগান। পরের দিন সকালে হালকা গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এবার আপেল সিডার ভিনেগার দিয়ে চুল ধুয়ে ফেলুন। তবে ভিনেগারের সঙ্গে পানি মিশিয়ে নিতে ভুলবেন না। এটি খুব সহজে মাথার খুশকি দূর করে।

ভিনেগার ও টকদই :

প্রথমে চুলে ভিনেগার লাগিয়ে ১০ মিনিট পর চুল ধুয়ে ফেলুন। পরে আধা ঘণ্টা পর চুলে টকদই লাগান। শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখুন চুলে আর কোনো খুশকি নেই।

ভিনেগার ও মেথি পাতা :

মেথি পাতা বেটে রস ও এক কাপ আপেল সিগার ভিনেগারের সঙ্গে মিশিয়ে মাথায় লাগান। ১০ মিনিট অপেক্ষা পর হালাকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি দ্রুত খুশকি দূর করবে।

ভিনেগার ও অলিভ অয়েল :

প্রথমে অলিভ অয়েল দিয়ে চুল ম্যাসাজ করে নিন। এবার হালকা গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। শুকিয়ে গেলে মাথার তালু ও চুলে আপেল সিডার ভিনেগার লাগান। মাসে অন্তত দুইবার এভাবে চুলে ভিনেগার লাগান। এতে খুশকি দূর হবে এবং চুল পড়া কমবে।