আকাশ স্পোর্টস ডেস্ক:
নিদাহাস ট্রফিতে খেলার বাইরে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় ইস্যু এখন প্রধান কোচ নিয়োগ। শ্রীলংকায় বিসিবি সভাপতি নাজমুল হাসান প্রথমে বলেছিলেন, এপ্রিলের প্রথম সপ্তাহে প্রধান কোচ নিয়োগ দেবে বোর্ড।
আবার রোববার বিসিবি সভাপতি জানান, কোচ হতে যারা আগ্রহী তাদের সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। অন্যদিকে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান হয়েও আকরাম খান জানালেন, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না।
কোচের বিষয় দেখছেন বিসিবি সভাপতি ও সিইও নিজামউদ্দিন চৌধুরী। তবে সাবেক জাতীয় ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুলকে বয়সভিত্তিক দল বা একাডেমির কোচ করার ব্যাপারে আগ্রহ আছে বিসিবির। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আকরাম খান বলেন, ‘আমিনুল ইসলামকে নিয়ে একটি প্রস্তাব এসেছিল। বোর্ডে আমি, দুর্জয়
(নাঈমুর রহমান) ও সুজন (খালেদ মাহমুদ) নির্বাচন করে এসেছি। তাকেও আমরা আসার (কোচ হিসেবে) কথা বলেছিলাম, যদিও সে অস্বীকার করেছে। দরজা খোলা আছে, সে যে মাপের খেলোয়াড় ছিল তাতে দেশকে তার অনেক কিছু দেয়ার আছে।’
কয়েকদিন আগে আকরাম খান বলেছিলেন, কোচ হতে বুলবুলকে প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু তিনি ফিরিয়ে দিয়েছেন। কিন্তু বুলবুল অস্ট্রেলিয়া থেকে নিজের ফেসবুক পেজে লিখেছিলেন, তাকে কোচ হওয়ার জন্য বিসিবি কোনো প্রস্তাবই দেয়নি।
এ প্রসঙ্গে আকরাম খান বলেন, ‘সে (বুলবুল) যদি ইচ্ছা প্রকাশ করে অবশ্যই আমাদের এখানে (বিসিবিতে) নেব। আমাদের এখানে অনূর্ধŸ-১৯ দল আছে, একাডেমি আছে। কিন্তু সে সময় দিতে পারবে কিনা, আগ্রহ আছে কিনা, সেটাই মূল ব্যাপার।’ আমিনুল ইসলামকে জাতীয় দলের কোচ হিসেবে বিবেচনা করা হচ্ছে না কেন? আকরাম বলেন, ‘অভিজ্ঞতার একটা ব্যাপার আছে। অনেকে অজ্ঞিতার বিচারে বাংলাদেশে কোচ হিসেবে আসেন।
রাহুল দ্রাবিড়ের মতো খেলোয়াড় যদি অনূর্ধ্ব-১৯ দলের কোচ হতে পারেন, তাহলে… (বুলবুল নয় কেন)। অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের চেয়েও দেশের জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকেই প্রতিযোগিতাটা আসে। একাডেমি বা অনূর্ধ্ব-১৯ দলে যদি সে ভালো করতে পারে, তাহলে এক-দুই বছর পর জাতীয় দলে আসতে পারে।’ আমিনুল ইসলাম এখন আইসিসির গেম ডেভেলপমেন্টে আছেন।
আকাশ নিউজ ডেস্ক 

























