ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের নারী ফুটবল লীগে বাংলাদেশের সাবিনা-কৃষ্ণা

আকাশ স্পোর্টস ডেস্ক:

ভারতের নারী ফুটবল লীগে খেলতে যাচ্ছেন দুই স্ট্রাইকার সাবিনা খাতুন ও কৃষ্ণা রানী সরকার। বাংলাদেশ জাতীয় মহিলা দলের এ দুই সিনিয়র সদস্য খেলবেন সেতু এফসির হয়ে। তবে ভিসা না হওয়ায় কবে বিমানে উঠবেন বলতে পারেননি তারা।

একদশক আগে ভারতের লীগে বাংলাদেশের ফুটবলারদের চাহিদা ছিল তুঙ্গে। আসলাম, সাব্বির ও মোনেম মুন্নারা কলকাতা মাতিয়ে এসেছেন। শেষ কয়েক বছরে মামুনুল ইসলাম ছাড়া বাংলাদেশের আর কোনো ফুটবলার বিদেশের লীগে খেলার সুযোগ পাননি।

জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম ফ্র্যাঞ্চাইজি লীগের অ্যাথলেটিকো ডি কলকাতায় নিবন্ধিত হলেও খেলার সুযোগ পাননি। পুরুষ ফুটবলে ক্রমাগত ব্যর্থতার সময়ে এগিয়ে গেছেন নারী ফুটবলাররা। সাফ অ-১৫ চ্যাম্পিয়ন, এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের মূল পর্বে খেলার পাশাপাশি সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে রানার্সআপ বাংলাদেশ।

ভারত ফিফার অর্থায়নে নারী ফুটবল লীগের আয়োজন করছে। সাত দলের লীগে তামিলনাড়ুর সেতু এফসির হয়ে খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন ও অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়ক কৃষ্ণা রানী সরকার। তাদের পারিশ্রমিক প্রকাশ করেনি বাফুফে।

তবে টেকনিক্যাল ডাইরেক্টর পল স্মল্লি সেতু এফসির বিষয়ে সন্তুষ্টির কথাই জানান, ‘তাদের কোচের মান, পারিশ্রমিক, প্রশিক্ষণের সুযোগ-সুবিধা আমার পছন্দ হয়েছে।’ সাবিনা এর আগে মালদ্বীপে দু’বার ফুটসাল ও একবার মহিলা লীগে খেলেছেন। ভারতে এবারই প্রথম খেলবেন।

ভারতে খেলতে যাওয়ার আগে সাবিনা বলেন, ‘মালদ্বীপ ও ভারতে খেলার মধ্যে অনেক পার্থক্য। মালদ্বীপে অনেক গোল করেছিলাম। লক্ষ্য থাকবে ভারতেও অনেক গোল করে দলকে সফল করার পাশাপাশি দেশের গৌরব বাড়ানোর।’

এএফসি অনূর্ধ্ব-১৬ দলে বাংলাদেশের অধিনায়ক কৃষ্ণা রানী সরকার এবারই প্রথম দেশের বাইরে খেলতে যাচ্ছেন, ‘সাবিনা আপু ফরোয়ার্ড। আমিও তাই। আমারও লক্ষ্য গোল করা। আমাদের খেলা দেখে যেন আরও ফুটবলার আমন্ত্রণ পায় সেই চেষ্টা করব।’

ভারতের নারী ফুটবল লীগে তিনজন বিদেশি সুযোগ পাবে একাদশে। কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘মেয়েরা সেখানে গিয়ে নিজেদের প্রমাণ করবে। যদি তারা

সেখানে ভালো করতে পারে পরবর্তীতে আমাদের আরও ফুটবলারের দেশের বাইরে গিয়ে খেলার সুযোগ হবে। আশা করছি বাংলাদেশের ফুটবলকে তারা আরও অনেকদূর এগিয়ে নিয়ে যাবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোস্টাল ভোটে অনিয়ম করলে প্রবাসীদের দেশে ফেরত আনার হুঁশিয়ারি ইসির

ভারতের নারী ফুটবল লীগে বাংলাদেশের সাবিনা-কৃষ্ণা

আপডেট সময় ০৫:২৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

ভারতের নারী ফুটবল লীগে খেলতে যাচ্ছেন দুই স্ট্রাইকার সাবিনা খাতুন ও কৃষ্ণা রানী সরকার। বাংলাদেশ জাতীয় মহিলা দলের এ দুই সিনিয়র সদস্য খেলবেন সেতু এফসির হয়ে। তবে ভিসা না হওয়ায় কবে বিমানে উঠবেন বলতে পারেননি তারা।

একদশক আগে ভারতের লীগে বাংলাদেশের ফুটবলারদের চাহিদা ছিল তুঙ্গে। আসলাম, সাব্বির ও মোনেম মুন্নারা কলকাতা মাতিয়ে এসেছেন। শেষ কয়েক বছরে মামুনুল ইসলাম ছাড়া বাংলাদেশের আর কোনো ফুটবলার বিদেশের লীগে খেলার সুযোগ পাননি।

জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম ফ্র্যাঞ্চাইজি লীগের অ্যাথলেটিকো ডি কলকাতায় নিবন্ধিত হলেও খেলার সুযোগ পাননি। পুরুষ ফুটবলে ক্রমাগত ব্যর্থতার সময়ে এগিয়ে গেছেন নারী ফুটবলাররা। সাফ অ-১৫ চ্যাম্পিয়ন, এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের মূল পর্বে খেলার পাশাপাশি সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে রানার্সআপ বাংলাদেশ।

ভারত ফিফার অর্থায়নে নারী ফুটবল লীগের আয়োজন করছে। সাত দলের লীগে তামিলনাড়ুর সেতু এফসির হয়ে খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন ও অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়ক কৃষ্ণা রানী সরকার। তাদের পারিশ্রমিক প্রকাশ করেনি বাফুফে।

তবে টেকনিক্যাল ডাইরেক্টর পল স্মল্লি সেতু এফসির বিষয়ে সন্তুষ্টির কথাই জানান, ‘তাদের কোচের মান, পারিশ্রমিক, প্রশিক্ষণের সুযোগ-সুবিধা আমার পছন্দ হয়েছে।’ সাবিনা এর আগে মালদ্বীপে দু’বার ফুটসাল ও একবার মহিলা লীগে খেলেছেন। ভারতে এবারই প্রথম খেলবেন।

ভারতে খেলতে যাওয়ার আগে সাবিনা বলেন, ‘মালদ্বীপ ও ভারতে খেলার মধ্যে অনেক পার্থক্য। মালদ্বীপে অনেক গোল করেছিলাম। লক্ষ্য থাকবে ভারতেও অনেক গোল করে দলকে সফল করার পাশাপাশি দেশের গৌরব বাড়ানোর।’

এএফসি অনূর্ধ্ব-১৬ দলে বাংলাদেশের অধিনায়ক কৃষ্ণা রানী সরকার এবারই প্রথম দেশের বাইরে খেলতে যাচ্ছেন, ‘সাবিনা আপু ফরোয়ার্ড। আমিও তাই। আমারও লক্ষ্য গোল করা। আমাদের খেলা দেখে যেন আরও ফুটবলার আমন্ত্রণ পায় সেই চেষ্টা করব।’

ভারতের নারী ফুটবল লীগে তিনজন বিদেশি সুযোগ পাবে একাদশে। কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘মেয়েরা সেখানে গিয়ে নিজেদের প্রমাণ করবে। যদি তারা

সেখানে ভালো করতে পারে পরবর্তীতে আমাদের আরও ফুটবলারের দেশের বাইরে গিয়ে খেলার সুযোগ হবে। আশা করছি বাংলাদেশের ফুটবলকে তারা আরও অনেকদূর এগিয়ে নিয়ে যাবে।’