ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ অচেতন অবস্থায় রংপুরে উদ্ধার গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী কোনো বিশেষ ক্ষেত্রে ভোট দেওয়ার নির্দেশনা দেওয়া সরকারের উচিত নয়: আমির খসরু আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই: শফিকুল আলম আমরা এখন আর আইসিইউতে নেই, কেবিনে উঠে এসেছি: অর্থ উপদেষ্টা ‘বন্দি থাকাকালে বেগম জিয়ার পক্ষে কথা বলার কেউই ছিলেন না’:আসিফ নজরুল নোয়াখালীকে হারিয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা জোট নয়, এককভাবেই নির্বাচনে লড়বে ইসলামী আন্দোলন ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনে নিয়োগ

নেপালে মধুচন্দ্রিমা করবেন ইরেশ-মিম

আকাশ বিনোদন ডেস্ক:

অভিনেতা ইরেশ যাকের বিয়ে করেছেন গত ৪ ফেব্রুয়ারি। তাঁর স্ত্রী মিম রশিদ। মিমের আরেকটি পরিচয় হলো অভিনেত্রী মিথিলার ছোট বোন তিনি। গতকাল রোববার ইরেশ ও মিমের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হয়। আজ দুপুরে ব্যক্তিগত জীবন ও অন্য আরো বিষয়ে সঙ্গে কথা বলেছেন ইরেশ যাকের।

মিম রশিদ তো আপনার বন্ধু ছিলেন। আপনাদের মধ্যে কি প্রেমের সম্পর্কও ছিল?

আমরা মূলত ভালো বন্ধুই ছিলাম। যখন মিম সিঙ্গেল হলো তখন পারিবারিক সম্মতিতে আমাদের বিয়ের কথাবার্তা হয়। পারিবারিক আয়োজনে আমাদের বিয়ে হয়েছে।

বিয়ের পর আপনার জীবনে স্মরণীয় কোনো মুহূর্ত আছে যা ভক্তদের সঙ্গে শেয়ার করা যাবে?

বিয়ে তো আমরা ফেব্রুয়ারিতে করেছি। বিবাহোত্তর সংবর্ধনার কার্ড দেওয়ার জন্য আমি সম্প্রতি প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার তিনবার সরাসরি সাক্ষাৎ হয়েছিল কিন্তু আমি তাঁকে সালাম দেওয়া ছাড়া আর কোনো কথা বলিনি। এর কারণ একটা হলো অতি মাত্রায় তাঁকে শ্রদ্ধা করা এবং দ্বিতীয় কারণ হলো কিছুটা তাঁকে ভয় পাওয়া। যা হোক এবার কার্ড দেওয়ার সময় সাহস নিয়ে তাঁর সঙ্গে কিছুক্ষণ কথা বলেছিলাম এবং এর আগে তাঁর সঙ্গে কথা না বলার কারণও জানিয়েছিলাম।

মধুচন্দ্রিমা কবে করছেন?

চলতি মাসের শেষেই।

কোথায় করার পরিকল্পনা করেছেন?

নেপালে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

আপনি তো প্রায়ই নেপাল ঘুরতে যান। নেপালে ঘোরার প্রতি আপনার কি কোনো বিশেষ দুর্বলতা আছে?

তা তো আছেই। নেপালে অনেক পাহাড়। আমাকে পাহাড় অনেক টানে। আর নেপালে যাওয়াও অনেক সহজ। কোনো ভিসা লাগে না (হাসি)।

বিয়ে নিয়ে আপনার দর্শন কী?

বিয়ে জীবনের ছোট একটা অংশ। কিন্তু জীবনের বড় অংশ হলো বিবাহিত জীবন। সংসার জীবন সুখ ও শান্তিতে ভরপুর হওয়া প্রয়োজন। আমরাও সুখে থাকতে চাই্। সবাই দোয়া করবেন।

এবার কাজ নিয়ে কথা বলি। শুটিংয়ে ফিরবেন কবে?

আপতত শুটিং করার ইচ্ছে নেই। এপ্রিলের শেষের দিকে আবারও শুটিং করার পরিকল্পনা করেছি।–এনটিভি

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ

নেপালে মধুচন্দ্রিমা করবেন ইরেশ-মিম

আপডেট সময় ০৯:০১:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮

আকাশ বিনোদন ডেস্ক:

অভিনেতা ইরেশ যাকের বিয়ে করেছেন গত ৪ ফেব্রুয়ারি। তাঁর স্ত্রী মিম রশিদ। মিমের আরেকটি পরিচয় হলো অভিনেত্রী মিথিলার ছোট বোন তিনি। গতকাল রোববার ইরেশ ও মিমের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হয়। আজ দুপুরে ব্যক্তিগত জীবন ও অন্য আরো বিষয়ে সঙ্গে কথা বলেছেন ইরেশ যাকের।

মিম রশিদ তো আপনার বন্ধু ছিলেন। আপনাদের মধ্যে কি প্রেমের সম্পর্কও ছিল?

আমরা মূলত ভালো বন্ধুই ছিলাম। যখন মিম সিঙ্গেল হলো তখন পারিবারিক সম্মতিতে আমাদের বিয়ের কথাবার্তা হয়। পারিবারিক আয়োজনে আমাদের বিয়ে হয়েছে।

বিয়ের পর আপনার জীবনে স্মরণীয় কোনো মুহূর্ত আছে যা ভক্তদের সঙ্গে শেয়ার করা যাবে?

বিয়ে তো আমরা ফেব্রুয়ারিতে করেছি। বিবাহোত্তর সংবর্ধনার কার্ড দেওয়ার জন্য আমি সম্প্রতি প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার তিনবার সরাসরি সাক্ষাৎ হয়েছিল কিন্তু আমি তাঁকে সালাম দেওয়া ছাড়া আর কোনো কথা বলিনি। এর কারণ একটা হলো অতি মাত্রায় তাঁকে শ্রদ্ধা করা এবং দ্বিতীয় কারণ হলো কিছুটা তাঁকে ভয় পাওয়া। যা হোক এবার কার্ড দেওয়ার সময় সাহস নিয়ে তাঁর সঙ্গে কিছুক্ষণ কথা বলেছিলাম এবং এর আগে তাঁর সঙ্গে কথা না বলার কারণও জানিয়েছিলাম।

মধুচন্দ্রিমা কবে করছেন?

চলতি মাসের শেষেই।

কোথায় করার পরিকল্পনা করেছেন?

নেপালে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

আপনি তো প্রায়ই নেপাল ঘুরতে যান। নেপালে ঘোরার প্রতি আপনার কি কোনো বিশেষ দুর্বলতা আছে?

তা তো আছেই। নেপালে অনেক পাহাড়। আমাকে পাহাড় অনেক টানে। আর নেপালে যাওয়াও অনেক সহজ। কোনো ভিসা লাগে না (হাসি)।

বিয়ে নিয়ে আপনার দর্শন কী?

বিয়ে জীবনের ছোট একটা অংশ। কিন্তু জীবনের বড় অংশ হলো বিবাহিত জীবন। সংসার জীবন সুখ ও শান্তিতে ভরপুর হওয়া প্রয়োজন। আমরাও সুখে থাকতে চাই্। সবাই দোয়া করবেন।

এবার কাজ নিয়ে কথা বলি। শুটিংয়ে ফিরবেন কবে?

আপতত শুটিং করার ইচ্ছে নেই। এপ্রিলের শেষের দিকে আবারও শুটিং করার পরিকল্পনা করেছি।–এনটিভি