ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ : মির্জা ফখরুল আলমগীর টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান

গোপনে রাজ-শুভশ্রীর ‘বিয়ে’

আকাশ বিনোদন ডেস্ক:

তাদের প্রেম শুরু হয়েছিল ‘অভিমান’ ছবির শুটিং সেট থেকেই। মাঝখানে অনেক জল ঘোলা হয়েছে, হয়েছে অনেক নাটক। চলেছে অনেক মান-অভিমানও। তাদের প্রেম নিয়ে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে চর্চাও কম হয়নি। ভক্ত সমর্থকদের মধ্যেও শুরু হয়েছিল নানা জল্পনা-কল্পনা। অবশেষে সবকিছুরই অবসান ঘটালেন আলোচিত লাভবার্ড জুটি নির্মাতা রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী।

মঙ্গলবার আংটি বদলের পাশাপাশি বিয়ের রেজিস্ট্রিও সেরে ফেলেছেন আলোচিত এই জুটি। কলকাতার আনন্দপুরের আরবানা কমপ্লেক্সের রাজের অ্যাপার্টমেন্টেই শুভশ্রীর সঙ্গে তার বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দুজনের জন্য হাজির ছিল একটি চকোলেট কেকও। তাঁদের পরিবার এবং খুবই কাছের বন্ধুদের ডেকে ছোট্ট একটা গেট টুগেদারও হয়। যদিও কী কারণে এই গেট টুগেদার তা নিয়ে সকলেরই একটা ধোঁয়াশা ছিল। কেননা রাজ-শুভশ্রী দুজনেই বিষয়টা গোপনে রেখেছিলেন।

একেবারে ঘরোয়া এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা এবং রাজ-শুভশ্রীর কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু। এক অর্থে, খুব গোপনেই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি সেরে ফেললেন তারা। এনগেজমেন্ট খানিকটা গোপনীয়তার সঙ্গে সারলেও বিয়েতে কিন্তু বিন্দুমাত্র গোপনীয়তা থাকবে না। সকলকে জানিয়েই ১১ মে বিয়ের পিঁড়িতে বসবেন রাজ এবং শুভশ্রী। পারিবারিক সূত্রে এমনটাই জানানো হয়েছে। বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা বাওয়ালি রাজবাড়িতে।

আংটি বদল ও রেজিস্ট্রির পর মঙ্গলবার সন্ধ্যায়ই পরিচালক রাজ চক্রবর্তী তার টুইটারে শুভশ্রীর সঙ্গে তোলা একটি সুন্দর ছবি পোস্ট করেন। সেখানে লেখেন, ‘সারাজীবনের জন্য পথচলা শুরু হল। সকলের আশির্বাদ কাম্য।’ ছবিতে দেখা গেছে, রাজ-শুভশ্রীর দুজনের হাতেই এঙ্গেজমেন্টের আংটি।

অথচ টলিউড ইন্ডাস্ট্রির অনেকেই জানতেন রাজের সঙ্গে সম্পর্ক রয়েছে আরেক নায়িকা মিমি চক্রবর্তীর। এই দুজনকে নিয়েও অনেক চর্চা হয়েছে। ত্রিভূজ এই প্রেমকে কেন্দ্র করে মিমি ও শুভশ্রীর মধ্যে অনেক কাদা ছোড়াছুড়িও হয়েছে। শেষমেষ সবকিছুরই অবসান হল। রিল লাইফ থেকে রিয়েল লাইফে একসঙ্গে পথচলা শুরু করলেন রাজ এবং শুভশ্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুয়ালালামপুরে ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশিসহ আটক ১৫০ অবৈধ অভিবাসী

গোপনে রাজ-শুভশ্রীর ‘বিয়ে’

আপডেট সময় ১০:৫৫:২৭ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮

আকাশ বিনোদন ডেস্ক:

তাদের প্রেম শুরু হয়েছিল ‘অভিমান’ ছবির শুটিং সেট থেকেই। মাঝখানে অনেক জল ঘোলা হয়েছে, হয়েছে অনেক নাটক। চলেছে অনেক মান-অভিমানও। তাদের প্রেম নিয়ে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে চর্চাও কম হয়নি। ভক্ত সমর্থকদের মধ্যেও শুরু হয়েছিল নানা জল্পনা-কল্পনা। অবশেষে সবকিছুরই অবসান ঘটালেন আলোচিত লাভবার্ড জুটি নির্মাতা রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী।

মঙ্গলবার আংটি বদলের পাশাপাশি বিয়ের রেজিস্ট্রিও সেরে ফেলেছেন আলোচিত এই জুটি। কলকাতার আনন্দপুরের আরবানা কমপ্লেক্সের রাজের অ্যাপার্টমেন্টেই শুভশ্রীর সঙ্গে তার বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দুজনের জন্য হাজির ছিল একটি চকোলেট কেকও। তাঁদের পরিবার এবং খুবই কাছের বন্ধুদের ডেকে ছোট্ট একটা গেট টুগেদারও হয়। যদিও কী কারণে এই গেট টুগেদার তা নিয়ে সকলেরই একটা ধোঁয়াশা ছিল। কেননা রাজ-শুভশ্রী দুজনেই বিষয়টা গোপনে রেখেছিলেন।

একেবারে ঘরোয়া এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা এবং রাজ-শুভশ্রীর কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু। এক অর্থে, খুব গোপনেই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি সেরে ফেললেন তারা। এনগেজমেন্ট খানিকটা গোপনীয়তার সঙ্গে সারলেও বিয়েতে কিন্তু বিন্দুমাত্র গোপনীয়তা থাকবে না। সকলকে জানিয়েই ১১ মে বিয়ের পিঁড়িতে বসবেন রাজ এবং শুভশ্রী। পারিবারিক সূত্রে এমনটাই জানানো হয়েছে। বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা বাওয়ালি রাজবাড়িতে।

আংটি বদল ও রেজিস্ট্রির পর মঙ্গলবার সন্ধ্যায়ই পরিচালক রাজ চক্রবর্তী তার টুইটারে শুভশ্রীর সঙ্গে তোলা একটি সুন্দর ছবি পোস্ট করেন। সেখানে লেখেন, ‘সারাজীবনের জন্য পথচলা শুরু হল। সকলের আশির্বাদ কাম্য।’ ছবিতে দেখা গেছে, রাজ-শুভশ্রীর দুজনের হাতেই এঙ্গেজমেন্টের আংটি।

অথচ টলিউড ইন্ডাস্ট্রির অনেকেই জানতেন রাজের সঙ্গে সম্পর্ক রয়েছে আরেক নায়িকা মিমি চক্রবর্তীর। এই দুজনকে নিয়েও অনেক চর্চা হয়েছে। ত্রিভূজ এই প্রেমকে কেন্দ্র করে মিমি ও শুভশ্রীর মধ্যে অনেক কাদা ছোড়াছুড়িও হয়েছে। শেষমেষ সবকিছুরই অবসান হল। রিল লাইফ থেকে রিয়েল লাইফে একসঙ্গে পথচলা শুরু করলেন রাজ এবং শুভশ্রী।