আকাশ স্পোর্টস ডেস্ক:
মঙ্গলবার শুরু হয়েছে ত্রিদেশীয় সিরিজ। নিদাহাস ট্রফির উদ্বোধনী ম্যাচে ফেবারিট ভারতকে ৫ উইকেটে হারিয়েছে শ্রীলংকা। সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দলের পতিপক্ষ ভারত। শ্রীলংকার মতো ত্রিদেশীয় সিরিজটা জয় দিয়ে শুরুকরতে চায় বাংলাদেশ। অন্যদিকে প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে চলে যাওয়া ভারতও চাইবে জয়ে ফিরতে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় খেলাটি শুরু হবে।
ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ হেরে সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশের। বছরের শুরুটা দুর্দান্তভাবে হলেও হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে টাইগাররা। এমন পরিস্থিতিতে শ্রীলংকা সফরে ত্রিদেশীয় সিরিজখেলতে নামছেবাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ভারত।
মাঠের লড়াইয়ে নামার আগে দুই দলের অবস্থান সমানে সমান। ভারত যেমন তাদের সেরা ক্রিকেটার বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া খেলছে। ঠিক তেমনি বাংলাদেশ দলও তাদের সেরা ক্রিকেটারকে পাচ্ছেনা। এই সিরিজেটাইগার দলটি নির্ভর করছেতামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মুস্তাফিজুর রহমানদের পারফরমেন্সের ওপর।
যদিও শ্রীলংকা সফরে প্রস্তুতি ম্যাচে দাপটের সঙ্গেজিতে কিছুটা আত্মবিশ্বাস পেয়েছে বাংলাদেশ দল। প্রস্তুতি ম্যাচ জয়ের পর জাতীয় দলের ক্রিকেটার লিটন কুমার দাস জানিয়েছেন, ‘প্রস্তুতি ম্যাচে দলের পারফরম্যান্স খুব ভালো হয়েছে। বড় টুর্নামেন্টের আগে প্রস্তুতি ম্যাচে জয় পাওয়া গুরুত্বপূর্ণ। অনুশীলন ম্যাচ খেলা হয় প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন করার জন্য। সেদিক থেকে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং আমাদের ভালো হয়েছে।’
প্রস্তুতি ভালো হবার পাশাপাশি ভারতের বিপক্ষে ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়ার রসদ পাচ্ছে বাংলাদেশ। তার কারণকলম্বোর এ মাঠে নিজেদের সর্বশেষ ম্যাচে জয় পেয়েছিলো টাইগাররা। ২০১৭ সালের এপ্রিলে শ্রীলংকা সফরে সিরিজের শেষ টি-২০ ম্যাচে ৪৫ রানে জয় পায় বাংলাদেশ।
অন্যদিকেফর্মের তুঙ্গে থাকা ভারত এবারের টুর্নামেন্টের প্রথম ম্যাচেই হারের লজ্জা পড়েছে।বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে জয়ে ফিরতে মরিয়া ভারতের অধিনায়করোহিত শর্মা। লংকানদের বিপক্ষে ম্যাচ শেষে রোহিত বলেন, ‘আমাদের আরও ভালো বোলিং করার প্রয়োজন ছিলো। তবে দলের বোলাররা চেষ্টার কমতি রাখেনি। তারপরও বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আমরা আরও ভালো ক্রিকেট খেলার চেষ্টা করবো।’
আকাশ নিউজ ডেস্ক 
























