অাকাশ জাতীয় ডেস্ক:
আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেন, আজকাল জেনারেল (অব.) মইন উ আহমেদের কিছু বক্তব্যে আমরা আওয়ামী লীগাররা উত্ফুল্ল হচ্ছি বলে মনে হচ্ছে। মনে করছি ওনি আমাদের পক্ষের লোক।
কিন্তু বাস্তবতা হচ্ছে ১/১১ সরকারের সময় বিনা কারণে মইন উদ্দিন-মাসুদুদ্দিন-ফখরুদ্দিন সরকার জননেত্রী শেখ হাসিনাকে খালেদা জিয়ার দুই মাস আগে কারারুদ্ধ করে তাঁকে রাজনীতি থেকে বিতাড়িত করার চেষ্টা করেছিল। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেছিল ছয়টি, আর নেত্রীর বিরুদ্ধে ১৫টি, যার সবকটি সর্বোচ্চ আদালত থেকে মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।
অতএব মনে রাখতে হবে ১/১১ নেত্রী এবং আওয়ামী লীগকে ধ্বংস করার সর্বাত্মক চেষ্টা করে ব্যর্থ হয়েছিল। ওই সরকারকে পরাজিত করেই জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় অধিষ্ঠিত হতে হয়েছে, কারো দয়ায় নয়।
আকাশ নিউজ ডেস্ক 




















