অাকাশ জাতীয় ডেস্ক:
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের কল্যাণের জন্য আগামীতে জাতীয় পার্টিকে ক্ষমতায় আসতে হবে। এজন্য জাতীয় পার্টির প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
রোববার মিঠাপুকুরে এসএ এ্যাগ্রোফিড লিমিটেডের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় এলে বাংলাদশকে ৭টি প্রদেশে ভাগ করা হবে। রংপুর হবে প্রাদেশিক রাজধানী। মিঠাপুকুর তথা রংপুরে শিল্প-কারখানা স্থাপন করার জন্য উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা আপনাদের যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএ গ্রুপের চেয়ারম্যান সালাহ্উদ্দিন। এ সময় বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ স্থানীয় নেতৃবৃন্দ। এর আগে মিঠাপুকুর উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।
আকাশ নিউজ ডেস্ক 



















