অাকাশ জাতীয় ডেস্ক:
ঢাকা মেডিকেলের ছয়তলা ভবন থেকে লাফিয়ে পড়ে একজন মানসিক রোগী আত্মহত্যা করেছেন। তার নাম মোহাম্মদ রুবেল (২২)। আজ মঙ্গলবার বিকালে তার মৃত্যু হয়। পুলিশ তার লাশ জরুরি বিভাগের মর্গে রেখেছে। তিনি দীর্ঘদিন ধরে ব্রেনস্ট্রোকের রোগী ছিলেন।
মৃত মোহাম্মদ রুবেলের মা আতরজান বেগম দৈনিক আকাশকে জানান, রুবেল ব্রেনস্ট্রেক ও মানসিক রোগে আক্রান্ত ছিলেন। গত রবিবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ষষ্ঠ তলার মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই ভবনের ষষ্ঠ তলার বারান্দা থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল পৌনে চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোহাম্মদ রুবেল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার সাদিপুর গ্রামের মোহাম্মদ রবিউল্লাহ কাজীর ছেলে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আকাশ নিউজ ডেস্ক 























