ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘যারা কেন্দ্র দখলের চিন্তা করছেন, তারা বাসা থেকে মা-বাবার দোয়া নিয়ে বের হইয়েন’:হাসনাত চট্টগ্রামের স্বপ্ন ভেঙে ফের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স অভিবাসন নীতি মেনে চলতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জাতিসংঘের দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে : তারেক রহমান ‘একটি স্বার্থান্বেষী দল ইসলামী আন্দোলনকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে’:রেজাউল করিম ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইলেন ধানের শীষে পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণ সমাজ বিপদগামী হচ্ছে : মির্জা আব্বাস বাংলাদেশি সন্দেহে ভারতে যুবককে পিটিয়ে হত্যা নতুন বিশ্ব ব্যবস্থায় গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠছে তুরস্ক: এরদোগান জনগণ জেনে গেছে ‘হ্যা’ ভোট দেওয়া হলে দেশে স্বৈরাচার আর ফিরে আসবে না: প্রেস সচিব

নিজেদের পকেট ভরতে গ্যাস ও তেলের দাম বৃদ্ধি: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘নিজেদের পকেট ভরতে আবারও গ্যাস ও তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমি সরকারকে গণবিরোধী এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয়ংকর এক খেলায় মেতেছেন বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হুঁশিয়ার করেছেন, জনসাধারণের কাছে সমাদৃত ও জনপ্রিয় নেত্রীকে প্রতিহিংসার জেদে আটকে রাখার পরিণতি তিনি টের পাচ্ছেন না। মঙ্গলবার বিকালে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রিজভী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি বক্তব্যের জবাব দিতে গিয়ে রিজভী সংবাদ সম্মেলনে সরকারকে ষড়যন্ত্রের হেডমাস্টার বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘রাষ্ট্রক্ষমতা দীর্ঘমেয়াদে ভোগ করতে নীলনকশা করছে আওয়ামী লীগ। বেগম খালেদা জিয়াকে মিথ্যা ও জাল নথির মাধ্যমে সাজানো মামলায় কারাগারে পাঠানো সেই নীল নকশারই অংশ।’ সোমবার কাদের দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা সরকার হটানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন।

এর জবাবে রিজভী খালেদা জিয়ার জেলে যাওয়া, তারেক রহমানকে বিভিন্ন মামলায় সাজা, বিএনপির নেতাকর্মীদের নামে মামলা, শান্তিপূর্ণ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণা চালানোর কথা উল্লেখ করে বলেন, ‘এসব কর্মকাণ্ড প্রমাণ করে বিএনপি নয় বরং আওয়ামী লীগই ক্ষমতা ধরে রাখতে পরিকল্পিত ষড়যন্ত্রে লিপ্ত।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘যারা ক্ষমতা জোর করে ধরে রেখে, গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে, বিরোধী দলকে রাজপথে লাঠিপেটা করে, ব্যাংক-বীমাসহ রাষ্ট্রায়ত্ত সব আর্থিক প্রতিষ্ঠানকে উদরপূর্তি করে দস্যু দলের মতো দেশ চালাচ্ছেন, তারাই বলছেন ষড়যন্ত্রের কথা। সত্যিই উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ।’

সরকার আবার গ্যাস ও জ্বালানি তেলের দাম বাড়ানোর উদ্যোগ নিচ্ছে- গণমাধ্যমের এমন খবরের উদ্ধৃতি দিয়ে রিজভী বলেন, এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের ত্রাহি অবস্থা। তার ওপর এই উদ্যোগ শুধু ধ্বংসাত্মক নয়, গরিব মানুষকে পথে বসিয়ে দেয়ার ষড়যন্ত্র।’

বিএনপির নেতা বলেন, ‘এর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন বলেই বাকস্বাধীনতা, মানুষের মৌলিক-মানবাধিকার তথা বহুদলীয় গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করা হয়েছে।’

বিএনপির চেয়ারপারসনকে কারাবন্দী করা শেখ হাসিনার বহুদিনের মনের আশা ছিল বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, ‘সেটি পূরণ করতে পেরে তিনি এখন আরও আদিম উল্লাসে বেপরোয়া। দেশের আপামর জনসাধারণের কাছে সমাদৃত ও জনপ্রিয় নেত্রীকে প্রতিহিংসার জেদে আটকিয়ে রাখার পরিণতি তিনি টের পাচ্ছেন না। পতনের হাতছানি অনুধাবন করতে পারছেন না শেখ হাসিনা। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন

নিজেদের পকেট ভরতে গ্যাস ও তেলের দাম বৃদ্ধি: রিজভী

আপডেট সময় ০৭:৫৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘নিজেদের পকেট ভরতে আবারও গ্যাস ও তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমি সরকারকে গণবিরোধী এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয়ংকর এক খেলায় মেতেছেন বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হুঁশিয়ার করেছেন, জনসাধারণের কাছে সমাদৃত ও জনপ্রিয় নেত্রীকে প্রতিহিংসার জেদে আটকে রাখার পরিণতি তিনি টের পাচ্ছেন না। মঙ্গলবার বিকালে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রিজভী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি বক্তব্যের জবাব দিতে গিয়ে রিজভী সংবাদ সম্মেলনে সরকারকে ষড়যন্ত্রের হেডমাস্টার বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘রাষ্ট্রক্ষমতা দীর্ঘমেয়াদে ভোগ করতে নীলনকশা করছে আওয়ামী লীগ। বেগম খালেদা জিয়াকে মিথ্যা ও জাল নথির মাধ্যমে সাজানো মামলায় কারাগারে পাঠানো সেই নীল নকশারই অংশ।’ সোমবার কাদের দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা সরকার হটানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন।

এর জবাবে রিজভী খালেদা জিয়ার জেলে যাওয়া, তারেক রহমানকে বিভিন্ন মামলায় সাজা, বিএনপির নেতাকর্মীদের নামে মামলা, শান্তিপূর্ণ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণা চালানোর কথা উল্লেখ করে বলেন, ‘এসব কর্মকাণ্ড প্রমাণ করে বিএনপি নয় বরং আওয়ামী লীগই ক্ষমতা ধরে রাখতে পরিকল্পিত ষড়যন্ত্রে লিপ্ত।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘যারা ক্ষমতা জোর করে ধরে রেখে, গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে, বিরোধী দলকে রাজপথে লাঠিপেটা করে, ব্যাংক-বীমাসহ রাষ্ট্রায়ত্ত সব আর্থিক প্রতিষ্ঠানকে উদরপূর্তি করে দস্যু দলের মতো দেশ চালাচ্ছেন, তারাই বলছেন ষড়যন্ত্রের কথা। সত্যিই উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ।’

সরকার আবার গ্যাস ও জ্বালানি তেলের দাম বাড়ানোর উদ্যোগ নিচ্ছে- গণমাধ্যমের এমন খবরের উদ্ধৃতি দিয়ে রিজভী বলেন, এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের ত্রাহি অবস্থা। তার ওপর এই উদ্যোগ শুধু ধ্বংসাত্মক নয়, গরিব মানুষকে পথে বসিয়ে দেয়ার ষড়যন্ত্র।’

বিএনপির নেতা বলেন, ‘এর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন বলেই বাকস্বাধীনতা, মানুষের মৌলিক-মানবাধিকার তথা বহুদলীয় গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করা হয়েছে।’

বিএনপির চেয়ারপারসনকে কারাবন্দী করা শেখ হাসিনার বহুদিনের মনের আশা ছিল বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, ‘সেটি পূরণ করতে পেরে তিনি এখন আরও আদিম উল্লাসে বেপরোয়া। দেশের আপামর জনসাধারণের কাছে সমাদৃত ও জনপ্রিয় নেত্রীকে প্রতিহিংসার জেদে আটকিয়ে রাখার পরিণতি তিনি টের পাচ্ছেন না। পতনের হাতছানি অনুধাবন করতে পারছেন না শেখ হাসিনা। ’