অাকাশ জাতীয় ডেস্ক:
বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপির মা বেগম ফজিলাতুন নেছা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানান রোগে ভুগেছেন তিনি।বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে আশংকাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।তাঁকে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হচ্ছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে গ্রামের বাড়ি স্ট্রোক করেন তিনি।
বিকাল ৩ টার দিকে তাকে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে নেয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন। সন্ধ্যায় হাসপাতালে গিয়ে মায়ের পাশে দীর্ঘ সময় কাটান তাঁর প্রিয় সন্তান ওবায়দুল কাদের। এ সময় তিনি মায়ের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
আকাশ নিউজ ডেস্ক 



















