অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ২২ জেলার ডিসি রদবদল আগাম আওয়ামী নির্বাচনের নীল নকশা। তাদের দলীয় লোকজন দিয়ে নির্বাচনের জন্য মাঠ সাজানো হচ্ছে। গতকাল জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের বক্তব্যেও এমন আলামত পাওয়া গেছে। তবে যতই মাঠ সাজানো হোক, নীল নকশা করা হোক খালেদা জিয়া বিহীন কোনো নির্বাচন এই দেশের জনগণ হতে দেবে না।
আজ সোমবার বিকেলে নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় রিজভী আরো বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শেখ হাসিনার একমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ায় তার প্রতি প্রধানমন্ত্রী বারবার ক্ষোভের নির্দয় বহি:প্রকাশ ঘটাচ্ছে।
জিয়াউর রহমানের স্মুতি বিজড়িত বাড়ি থেকে খালেদা জিয়াকে বের করে দিয়েছে। তার সন্তানদের নির্যাতন করেও শেখ হাসিনা ক্ষান্ত হচ্ছে না। তাই মিথ্যা ও সাজানো মামলায় তাকে কারাগারে নেয়া হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















