ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : তারেক রহমান নির্বাচনে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে: সেনাপ্রধান বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কাঙ্ক্ষিত পর্যায়ে নেই: পররাষ্ট্র উপদেষ্টা হাদি হত্যা: ফয়সাল করিমের আরেক সহযোগী গ্রেফতার, ৬ দিনের রিমান্ড টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের কবর জিয়ারত করে প্রচারণা শুরু স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে বিজয়ী হলে প্রয়োজনে জীবন দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো : মামুনুল হক তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে অসুস্থ ফজলুর রহমান গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই : ড. মোশাররফ এবার দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

কারাগারে গিয়ে বিশ্বনেত্রী হয়েছেন খালেদা: মোশাররফ

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্নীতির মামলায় কারাগারে পাঠানোয় খালেদা জিয়া আরও লাভবান হয়েছেন বলে দাবি করেছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন। তার দাবি, বিএনপি চেয়ারপারসন এখন বিশ্বনেত্রী হয়েছেন।

মোশাররফ বলেন, ‘দেশনেত্রী জেলে যাওয়ার পর তার ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। তিনি দেশনেত্রী থেকে দেশমাতা হয়েছেন। জাতীয় নেত্রী থেকে বিশ্বনেত্রী হয়েছেন খালেদা জিয়া।’

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য।

১৯৯১ সালে এতিমদের জন্য বিদেশ থেকে আসা দুই কোটি ১০ লাখেরও বেশি টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড এবং দুই কোটি টাকা জরিমানা হয়েছে। সেই দিন থেকেই সাবেক প্রধানমন্ত্রী কারাগারে বন্দী।

বিএনপি দেশে ‘আগুন জ্বালানোর’ ঘোষণা দিলেও রায়ের প্রতিবাদে কর্মসূচি দিয়েছে শান্তিপূর্ণ এবং নমনীয়। আর এ জন্য বিএনপিকে কটাক্ষ করে বক্তব্য রাখছেন আওয়ামী লীগের নেতারা।

বিএনপি নেতা মোশাররফ অবশ্য মনে করেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারান্তরীণ করার পর সরকারের খায়েশ বুমেরাং হয়েছে। বলেন, ‘আওয়ামী লীগ মনে করেছিল বেগম খালেদা জিয়াকে কারাগারে নিলে বিএনপি ভেঙে যাবে। দেশে গাড়ি ভাঙচুর হবে। তারা দলের নেতাকর্মীদের নামে মামলা দিয়ে বেকায়দায় ফেলবেন। কিন্তু তাদের সেই আশায় গুড়ে বালি পড়েছে।’

‘বরং দেশনেত্রী কারাগারে যাওয়ার পর বিএনপি অতীতের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী হয়েছে। সরকারের সকল পরিকল্পনা বুমেরাং হয়েছে।’

মোশররাফ হোসেন বলেন, ‘মিথ্যা আর বানোয়াট মামলায় দেশনেত্রীকে কারাগারে রাখা হয়েছে। দেশের মানুষ তাদের এই মিথ্যা রায়েকে বিশ্বাস করেনি।’

‘দেশের কৃষক, শ্রমিক থেকে শুরু করে সকল স্তরের মানুষ বিশ্বাস করেছে খালেদা জিয়া এতিমের টাকা মারেনি। সরকার মিথ্যা মামলা সাজিয়ে সাজা দিয়েছে।’

আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘দেশনেত্রীকে কারাগারে নিয়ে আওয়ামী লীগ সরকার তাকে নেলসন ম্যান্ডেলার জায়গায় নিয়ে গেছেন।’

আলোচনা সভা পরিচালনা করেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানী। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমহীর, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক প্রমুখ এ সময় বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : তারেক রহমান

কারাগারে গিয়ে বিশ্বনেত্রী হয়েছেন খালেদা: মোশাররফ

আপডেট সময় ১০:২২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্নীতির মামলায় কারাগারে পাঠানোয় খালেদা জিয়া আরও লাভবান হয়েছেন বলে দাবি করেছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন। তার দাবি, বিএনপি চেয়ারপারসন এখন বিশ্বনেত্রী হয়েছেন।

মোশাররফ বলেন, ‘দেশনেত্রী জেলে যাওয়ার পর তার ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। তিনি দেশনেত্রী থেকে দেশমাতা হয়েছেন। জাতীয় নেত্রী থেকে বিশ্বনেত্রী হয়েছেন খালেদা জিয়া।’

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য।

১৯৯১ সালে এতিমদের জন্য বিদেশ থেকে আসা দুই কোটি ১০ লাখেরও বেশি টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড এবং দুই কোটি টাকা জরিমানা হয়েছে। সেই দিন থেকেই সাবেক প্রধানমন্ত্রী কারাগারে বন্দী।

বিএনপি দেশে ‘আগুন জ্বালানোর’ ঘোষণা দিলেও রায়ের প্রতিবাদে কর্মসূচি দিয়েছে শান্তিপূর্ণ এবং নমনীয়। আর এ জন্য বিএনপিকে কটাক্ষ করে বক্তব্য রাখছেন আওয়ামী লীগের নেতারা।

বিএনপি নেতা মোশাররফ অবশ্য মনে করেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারান্তরীণ করার পর সরকারের খায়েশ বুমেরাং হয়েছে। বলেন, ‘আওয়ামী লীগ মনে করেছিল বেগম খালেদা জিয়াকে কারাগারে নিলে বিএনপি ভেঙে যাবে। দেশে গাড়ি ভাঙচুর হবে। তারা দলের নেতাকর্মীদের নামে মামলা দিয়ে বেকায়দায় ফেলবেন। কিন্তু তাদের সেই আশায় গুড়ে বালি পড়েছে।’

‘বরং দেশনেত্রী কারাগারে যাওয়ার পর বিএনপি অতীতের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী হয়েছে। সরকারের সকল পরিকল্পনা বুমেরাং হয়েছে।’

মোশররাফ হোসেন বলেন, ‘মিথ্যা আর বানোয়াট মামলায় দেশনেত্রীকে কারাগারে রাখা হয়েছে। দেশের মানুষ তাদের এই মিথ্যা রায়েকে বিশ্বাস করেনি।’

‘দেশের কৃষক, শ্রমিক থেকে শুরু করে সকল স্তরের মানুষ বিশ্বাস করেছে খালেদা জিয়া এতিমের টাকা মারেনি। সরকার মিথ্যা মামলা সাজিয়ে সাজা দিয়েছে।’

আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘দেশনেত্রীকে কারাগারে নিয়ে আওয়ামী লীগ সরকার তাকে নেলসন ম্যান্ডেলার জায়গায় নিয়ে গেছেন।’

আলোচনা সভা পরিচালনা করেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানী। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমহীর, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক প্রমুখ এ সময় বক্তব্য রাখেন।