অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
কানাডার ম্যানিটোবা প্রভিন্সের রাজধানী উনিপেগের ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের ভার্সিটি সেন্টার হলরুমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
ম্যানিটোবাস্থ কানাডা-বাংলাদেশ অ্যাসোসিয়েশন এবং ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি বাংলাদেশের জাতীয় সংগীতের মধ্যে দিয়ে উদ্বোধন করা হয়। স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কানাডা-বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি নাসরিন মাসুদ, সাধারণ সম্পাদক ফয়সাল শিবলী, ভাইস প্রেসিডেন্ট হেলাল মহিউদ্দিন, এস এম রানা, রেজা কাদির, মো. রবিউল ইসলাম খান, মো. ওয়ালিউল্লাহ প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 

























