অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
আরব লিগের মহাসচিব আহমাদ আবুল ঘেইত বলেছেন, বায়তুল মুকাদ্দাসে আঘাতের অর্থ হচ্ছে- আগুন নিয়ে খেলা করা। বৃহস্পতিবার মিসরের কায়রোয় আরব লিগের জরুরি বৈঠকে তিনি এ কথা বলেন।
বায়তুল মুকাদ্দাস ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্তের বিষয়ে আলোচনা করতে এ বৈঠক ডাকা হয়েছিল।
আরব লিগের বৈঠকে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি বলেন, বায়তুল মুকাদ্দাসের বিষয়ে ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্ত মুর্খতা ও নিষ্ঠুরতার পরিচায়ক।
গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোটা বিশ্বের প্রতিবাদ সত্ত্বেও বায়তুল মুকাদ্দাসকে দখলদার ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা করেছেন। জাতিসংঘের প্রায় সব দেশ ট্রাম্পের এ পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান ঘোষণা করেছে।
বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদ বায়তুল মুকাদ্দাসে অবস্থিত। ট্রাম্পের ওই ঘোষণার পর ফিলিস্তিনিরা নতুন করে ইন্তিফাদা শুরু করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 




















