অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর গেণ্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে হোসাইন ওরফে ইসমাইল নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। এসময় তার কাছ থেকে জঙ্গিদের ট্রেনিং ম্যানুয়াল উদ্ধার করা হয়।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে র্যাব-১০ এর সদস্যরা গেন্ডারিয়া রেলস্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারি পরিচালক সিনিয়র এএসপি মো. মিজানুর রহমান ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
র্যাব-১০ এর অ্যাডিশনাল এসপি মহিউদ্দীন ফারুকী জানান, আজ সকালে নারায়ণগঞ্জ থেকে একটি লোকাল ট্রেনে করে ঢাকা আসার পথে গেণ্ডারিয়া রেলস্টেশন থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত হোসাইন ওরফে ইসমাইল আনসার আল ইসলাম আনসারউল্লাহ বাংলা টিমের আসকারী দলের প্রশিক্ষক।
আকাশ নিউজ ডেস্ক 




















