অাকাশ জাতীয় ডেস্ক:
ডিজিটাল সিকিউরিটি আইনের ৩২ ধারার বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট মানবাধিকার নেত্রী সুলতানা কামাল দৈনিক আকাশকে বলেন, আইনটা সংশোধন হওয়া উচিত। কারণ আমার কাছে মনে হচ্ছে এর মাধ্যমে বাক-স্বাধীনতার ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। সাংবাদিকরাও ঝুঁকির মধ্যে পড়বেন।
তিনি বলেন, এর মাধ্যমে মানুষের তথ্য জানার অধিকারকে বিঘ্নিত করা হলো। আমার মতে, এমন আইন করা উচিত যাতে নিরাপত্তার বিধান নিশ্চিত হবে ঠিকই; আবার বাক-স্বাধীনতাও খর্ব হবে না।
তিনি বলেন, এ ধরনের আইন করার আগে অংশীজনের মতামত নিলে ভালো হয়। তবে এখনো সে সুযোগটি আছে পুনর্বিবেচনা করার। তা না করা হলে ৫৭ ধারায় আগে যেমন অপব্যবহার হতো সেটাই হবে।
আকাশ নিউজ ডেস্ক 



















