অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর সায়েদাবাদে বাসের ধাক্কায় কাইয়ুম নামে এক হেলপার নিহত হয়েছেন।রোববার সকালে সায়েদাবাদ বাসস্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সিলেটগামী সুরমা পরিবহন থেকে হেলপার কাইয়ুম যাত্রী উঠাচ্ছিলেন। এ সময় আরেকটি বাস ওই বাসে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে কাইয়ুম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক কাইযুমকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া, বাস দুর্ঘটনায় নিহত হেলপারের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























