ঢাকা ০১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ : মির্জা ফখরুল আলমগীর টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান

ইতিহাসের এই দিনে, ২৮ জানুয়ারি

অাকাশ ইতিহাস ডেস্ক:

আজ (রোববার) ২৮ জানুয়ারি ২০১৮ সাল

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে দৈনিক আকাশের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

২৮ জানুয়ারি, ২০১৮, রোববার। ১৫ই মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

নভো খেয়াযান চ্যালেঞ্জারে বিস্ফোরণ

১৯৮৬ সালের এ দিনে যুক্তরাষ্ট্রের কেপ কার্নিভালের মহাকাশ স্টেশন থেকে উৎক্ষেপণের ৭৩ সেকেন্ড পর নভো খেয়াযান চ্যালেঞ্জারে বিস্ফোরণ ঘটে। এই দুর্ঘনায় সাত মহাকাশযাত্রীর সবাই প্রাণ হারিয়েছিলেন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এ ভয়াবহ দুর্ঘটনার পর নভোচারীবাহী মহাকাশযান প্রেরণ দু ‘বছরের জন্য বন্ধ করে দেয়। ১৯৮৮ সালের সেপ্টেম্বর মাসে পুনরায় ডিসকভারী নামের নভো খেয়াযান প্রেরণের মাধ্যমে এ কার্যক্রম আবার শুরু হয়। তবে ২০০৩ সালের ফেব্রুয়ারি মাসে মহাকাশ অভিযান শেষে পৃথিবীর আবহমন্ডলে প্রবেশ করার সময় নভোযান কলাম্বিয়া সকল মহাকাশচারী সহ ধ্বংস হওয়ার পর আমেরিকায় ব্যাপক সমালোচনার ঝড় ওঠেছিলো। কলাম্বিয়া যে কারণে ধ্বংস হয়েছিলো সে সমস্যার যথাযথ সমাধান না করেই ২০০৫ সালের জুলাই মাসে পুনরায় ডিসকাভারী প্রেরণ করা হয় বলে অনেকে মনে করেন।

আবদুল করিম আল খাত্তাবি জন্ম

১৮৮২ সালের এ দিনে মরক্কোর বিখ্যাত রীফ নেতা আবদুল করিম আল খাত্তাবি জন্মগ্রহণ করেন। তার পুরো নাম মোহাম্মদ ইবনে আবদুল করিম আল খাত্তাবি। ফ্রান্স এবং স্পেনিশ দখলদার বাহিনীর বিরুদ্ধে তার তিনি ব্যাপক প্রতিরোধ আন্দোলন এবং সশস্ত্র সংগ্রাম গড়ে তুলে ছিলেন। গেরিলা যুদ্ধের জন্য তিনি যে সব কৌশল গ্রহণ করেছিলেন তাই পরবর্তীকালে হো চি মিন, মাও সেতুং এবং চে গুয়েভারাকে অনুপ্রাণিত করেছিলো। ১৯২১ সালে তিন সপ্তার যুদ্ধে আবদুল করিম আল খাত্তাবির নেতৃত্বাধীন বাহিনীর হাতে প্রায় আট হাজার স্পেনিশ সৈন্য নিহত হয়। ১৩ হাজার সৈন্যের স্পেনিশ বাহিনীকে এই যুদ্ধে বাধ্য হয়ে পিছু হটে আসতে হয়। এই যুদ্ধে আবদুল করিমের বাহিনীর তিন হাজার সৈন্য নিহত হয়েছিলো। স্পেনিশ বাহিনীর এ লজ্জাজনক পরাজয়ের মধ্য দিয়ে আবদুল করিমের গেরিলা যুদ্ধে অসাধারণ দক্ষতার বিষয়টি ফুটে উঠে। ১৯২৬ সালে তিনি গ্রেফতার হন এবং তাকে নির্বাসন দেয়া হয়। পরবর্তীকালে তিনি মিসরে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন। ১৯৬৩ সালে এই বিখ্যাত বীর পরলোকগমন করেন।

পরমাণু অস্ত্র কারখানার কর্মীদের মৃত্যু

২০০০ সালের এ দিনে যুক্তরাষ্ট্র সরকার শেষ পর্যন্ত স্বীকার করে নেয় যে রেডিয়েশন বা তেজস্ক্রিয় বিকিরণ এবং রাসায়নিক উপাদানের সংস্পর্শে আসার কারণে দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে মার্কিন ১৪টি পরমাণু অস্ত্র কারখানার কর্মী প্রাণ হারিয়েছেন। এসব হতভাগ্য কর্মী ক্যান্সারসহ নানা ব্যাধিতে ভুগে তিলে তিলে প্রাণ হারিয়েছেন। তবে কয়েক দশক ধরে এ ভাবে মার্কিন কর্মীরা প্রাণ হারালেও সে ঘটনা যুক্তরাষ্ট্র ধামাচাপা দেয়ার চেষ্টা করছিলো। ২০০০ সালের ত্রিশে অক্টোবর মার্কিন সরকার ক্ষতিগ্রস্থ কর্মী এবং কর্মীদের পরিবারবর্গকে ক্ষতিপূরণ দেয়ার পদক্ষেপ গ্রহণ করে।

বার্মা রোড পূণরায় উন্মুক্ত

১৯৪৫ সালের এ দিনে তৎকালীন বার্মা অর্থাৎ বর্তমানের মিয়ানমারের লাশিও থেকে দক্ষিণ পশ্চিম চীনের কুমিং পর্যন্ত বিস্তৃত বার্মা রোড আবার উন্মুক্ত করে দেয়া হয়। এর পরে মিত্র পক্ষ হিসেবে পরিচিত নাজী বিরোধী শিবির কর্তৃক চীনে রসদ পাঠানোর পথ সুগম হয়। ১৯৪২ সালে জাপানী বাহিনী মিয়ানমারের অধিকাংশ এলাকা দখল করে নেয়ার পর এই সড়ক বন্ধ হয়ে যায়। ১৯৪৪ সালের আগে মিত্রপক্ষের পক্ষে এ সড়ক পথ দখল করে নেয়া সম্ভব হয়নি। সড়ক পথটি দখল করে নেয়ার পর বেশ কিছু সংস্কারও তাদের করতে হয়েছিলো।

ঘটনাবলি

  • ১৮৮২ – কলকাতা-বোম্বাই দুরালাপনি চালু হয়।
  • ১৯৩২ – জাপানী সৈন্যরা সাংহাই দখল করে।
    ১৯৪৫ – তৎকালীন বার্মা অর্থাৎ বর্তমানের মিয়ানমারের লাশিও থেকে দক্ষিণ পশ্চিম চীনের কুমিং পর্যন্ত বিস্তৃত বার্মা রোড আবার উন্মুক্ত করে দেয়া হয়।
  • ১৯৭৯ – তেহরান বিশ্ববিদ্যালয়ের মসজিদে ইরানের খ্যাতনামা সংগ্রামী আলেমদের অবস্থান ধর্মঘট অব্যাহত থাকে।
  • ১৯৮২ – বাংলাদেশের জাতীয় সংসদ ভবন উদ্বোধন।
  • ২০১০ – বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট ৫ খুনী হিসেবে – লেঃ কর্ণেল সৈয়দ ফারুক রহমান, লেঃ কর্ণেল সুলতান শাহরিয়ার রশীদ খান, মেজর একেএম মহিউদ্দিন আহমেদ, মেজর বজলুল হুদা এবং লেঃ কর্ণেল মহিউদ্দিন আহমেদকে ফাঁসিকাষ্ঠে ঝুলানো হয়।

জন্ম

  • ১৮৬৫ – লালা লাজপত রাই, ভারতীয় স্বাধীনতাকামী যোদ্ধা। (মৃত্যুঃ ১৯২৮)
  • ১৮৮২ – মরক্কোর বিখ্যাত রীফ নেতা আবদুল করিম আল খাত্তাবি।
  • ১৯৩০ – সাংবাদিক নূরুল ইসলাম পাটোয়ারী।
  • ১৯৩০ – অভিনেতা, চলচ্চিত্র পরিচালক জহিরুল হক।

মৃত্যু

  • ১৫৪৭ – ইংল্যান্ডের রাজা ৮ম হেনরী। (জন্মঃ ১৪৯১)
  • ১৫৫৬ – মোঘল সম্রাট হুমায়ুন।
  • ১৮৪০ – হাজী শরীয়তুল্লাহ।
  • ১৯৩৯ – নোবেল পুরস্কার জয়ী ও আইরিশ লেখক ডব্লিউ বি. ইয়েটস্‌। (জন্মঃ ১৮৬৫)

ছুটি ও অন্যান্য

  • ১৯৮৬ – যুক্তরাষ্ট্রের কেপ কার্নিভালের মহাকাশ স্টেশন থেকে উৎক্ষেপণের ৭৩ সেকেন্ড পর নভো খেয়াযান চ্যালেঞ্জারে বিস্ফোরণ ঘটে এবং এর আরোহী ৯ জনের সবাই নিহত হন।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইতিহাসের এই দিনে, ২৮ জানুয়ারি

আপডেট সময় ০৪:২০:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮

অাকাশ ইতিহাস ডেস্ক:

আজ (রোববার) ২৮ জানুয়ারি ২০১৮ সাল

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে দৈনিক আকাশের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

২৮ জানুয়ারি, ২০১৮, রোববার। ১৫ই মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

নভো খেয়াযান চ্যালেঞ্জারে বিস্ফোরণ

১৯৮৬ সালের এ দিনে যুক্তরাষ্ট্রের কেপ কার্নিভালের মহাকাশ স্টেশন থেকে উৎক্ষেপণের ৭৩ সেকেন্ড পর নভো খেয়াযান চ্যালেঞ্জারে বিস্ফোরণ ঘটে। এই দুর্ঘনায় সাত মহাকাশযাত্রীর সবাই প্রাণ হারিয়েছিলেন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এ ভয়াবহ দুর্ঘটনার পর নভোচারীবাহী মহাকাশযান প্রেরণ দু ‘বছরের জন্য বন্ধ করে দেয়। ১৯৮৮ সালের সেপ্টেম্বর মাসে পুনরায় ডিসকভারী নামের নভো খেয়াযান প্রেরণের মাধ্যমে এ কার্যক্রম আবার শুরু হয়। তবে ২০০৩ সালের ফেব্রুয়ারি মাসে মহাকাশ অভিযান শেষে পৃথিবীর আবহমন্ডলে প্রবেশ করার সময় নভোযান কলাম্বিয়া সকল মহাকাশচারী সহ ধ্বংস হওয়ার পর আমেরিকায় ব্যাপক সমালোচনার ঝড় ওঠেছিলো। কলাম্বিয়া যে কারণে ধ্বংস হয়েছিলো সে সমস্যার যথাযথ সমাধান না করেই ২০০৫ সালের জুলাই মাসে পুনরায় ডিসকাভারী প্রেরণ করা হয় বলে অনেকে মনে করেন।

আবদুল করিম আল খাত্তাবি জন্ম

১৮৮২ সালের এ দিনে মরক্কোর বিখ্যাত রীফ নেতা আবদুল করিম আল খাত্তাবি জন্মগ্রহণ করেন। তার পুরো নাম মোহাম্মদ ইবনে আবদুল করিম আল খাত্তাবি। ফ্রান্স এবং স্পেনিশ দখলদার বাহিনীর বিরুদ্ধে তার তিনি ব্যাপক প্রতিরোধ আন্দোলন এবং সশস্ত্র সংগ্রাম গড়ে তুলে ছিলেন। গেরিলা যুদ্ধের জন্য তিনি যে সব কৌশল গ্রহণ করেছিলেন তাই পরবর্তীকালে হো চি মিন, মাও সেতুং এবং চে গুয়েভারাকে অনুপ্রাণিত করেছিলো। ১৯২১ সালে তিন সপ্তার যুদ্ধে আবদুল করিম আল খাত্তাবির নেতৃত্বাধীন বাহিনীর হাতে প্রায় আট হাজার স্পেনিশ সৈন্য নিহত হয়। ১৩ হাজার সৈন্যের স্পেনিশ বাহিনীকে এই যুদ্ধে বাধ্য হয়ে পিছু হটে আসতে হয়। এই যুদ্ধে আবদুল করিমের বাহিনীর তিন হাজার সৈন্য নিহত হয়েছিলো। স্পেনিশ বাহিনীর এ লজ্জাজনক পরাজয়ের মধ্য দিয়ে আবদুল করিমের গেরিলা যুদ্ধে অসাধারণ দক্ষতার বিষয়টি ফুটে উঠে। ১৯২৬ সালে তিনি গ্রেফতার হন এবং তাকে নির্বাসন দেয়া হয়। পরবর্তীকালে তিনি মিসরে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন। ১৯৬৩ সালে এই বিখ্যাত বীর পরলোকগমন করেন।

পরমাণু অস্ত্র কারখানার কর্মীদের মৃত্যু

২০০০ সালের এ দিনে যুক্তরাষ্ট্র সরকার শেষ পর্যন্ত স্বীকার করে নেয় যে রেডিয়েশন বা তেজস্ক্রিয় বিকিরণ এবং রাসায়নিক উপাদানের সংস্পর্শে আসার কারণে দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে মার্কিন ১৪টি পরমাণু অস্ত্র কারখানার কর্মী প্রাণ হারিয়েছেন। এসব হতভাগ্য কর্মী ক্যান্সারসহ নানা ব্যাধিতে ভুগে তিলে তিলে প্রাণ হারিয়েছেন। তবে কয়েক দশক ধরে এ ভাবে মার্কিন কর্মীরা প্রাণ হারালেও সে ঘটনা যুক্তরাষ্ট্র ধামাচাপা দেয়ার চেষ্টা করছিলো। ২০০০ সালের ত্রিশে অক্টোবর মার্কিন সরকার ক্ষতিগ্রস্থ কর্মী এবং কর্মীদের পরিবারবর্গকে ক্ষতিপূরণ দেয়ার পদক্ষেপ গ্রহণ করে।

বার্মা রোড পূণরায় উন্মুক্ত

১৯৪৫ সালের এ দিনে তৎকালীন বার্মা অর্থাৎ বর্তমানের মিয়ানমারের লাশিও থেকে দক্ষিণ পশ্চিম চীনের কুমিং পর্যন্ত বিস্তৃত বার্মা রোড আবার উন্মুক্ত করে দেয়া হয়। এর পরে মিত্র পক্ষ হিসেবে পরিচিত নাজী বিরোধী শিবির কর্তৃক চীনে রসদ পাঠানোর পথ সুগম হয়। ১৯৪২ সালে জাপানী বাহিনী মিয়ানমারের অধিকাংশ এলাকা দখল করে নেয়ার পর এই সড়ক বন্ধ হয়ে যায়। ১৯৪৪ সালের আগে মিত্রপক্ষের পক্ষে এ সড়ক পথ দখল করে নেয়া সম্ভব হয়নি। সড়ক পথটি দখল করে নেয়ার পর বেশ কিছু সংস্কারও তাদের করতে হয়েছিলো।

ঘটনাবলি

  • ১৮৮২ – কলকাতা-বোম্বাই দুরালাপনি চালু হয়।
  • ১৯৩২ – জাপানী সৈন্যরা সাংহাই দখল করে।
    ১৯৪৫ – তৎকালীন বার্মা অর্থাৎ বর্তমানের মিয়ানমারের লাশিও থেকে দক্ষিণ পশ্চিম চীনের কুমিং পর্যন্ত বিস্তৃত বার্মা রোড আবার উন্মুক্ত করে দেয়া হয়।
  • ১৯৭৯ – তেহরান বিশ্ববিদ্যালয়ের মসজিদে ইরানের খ্যাতনামা সংগ্রামী আলেমদের অবস্থান ধর্মঘট অব্যাহত থাকে।
  • ১৯৮২ – বাংলাদেশের জাতীয় সংসদ ভবন উদ্বোধন।
  • ২০১০ – বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট ৫ খুনী হিসেবে – লেঃ কর্ণেল সৈয়দ ফারুক রহমান, লেঃ কর্ণেল সুলতান শাহরিয়ার রশীদ খান, মেজর একেএম মহিউদ্দিন আহমেদ, মেজর বজলুল হুদা এবং লেঃ কর্ণেল মহিউদ্দিন আহমেদকে ফাঁসিকাষ্ঠে ঝুলানো হয়।

জন্ম

  • ১৮৬৫ – লালা লাজপত রাই, ভারতীয় স্বাধীনতাকামী যোদ্ধা। (মৃত্যুঃ ১৯২৮)
  • ১৮৮২ – মরক্কোর বিখ্যাত রীফ নেতা আবদুল করিম আল খাত্তাবি।
  • ১৯৩০ – সাংবাদিক নূরুল ইসলাম পাটোয়ারী।
  • ১৯৩০ – অভিনেতা, চলচ্চিত্র পরিচালক জহিরুল হক।

মৃত্যু

  • ১৫৪৭ – ইংল্যান্ডের রাজা ৮ম হেনরী। (জন্মঃ ১৪৯১)
  • ১৫৫৬ – মোঘল সম্রাট হুমায়ুন।
  • ১৮৪০ – হাজী শরীয়তুল্লাহ।
  • ১৯৩৯ – নোবেল পুরস্কার জয়ী ও আইরিশ লেখক ডব্লিউ বি. ইয়েটস্‌। (জন্মঃ ১৮৬৫)

ছুটি ও অন্যান্য

  • ১৯৮৬ – যুক্তরাষ্ট্রের কেপ কার্নিভালের মহাকাশ স্টেশন থেকে উৎক্ষেপণের ৭৩ সেকেন্ড পর নভো খেয়াযান চ্যালেঞ্জারে বিস্ফোরণ ঘটে এবং এর আরোহী ৯ জনের সবাই নিহত হন।