অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
৬ দিনের সফরে ভারতে গিয়ে তাজমহল পরিদর্শন করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার তিনি কড়া নিরাপত্তার মধ্যদিয়ে তাজমহল পরিদর্শন করেন এবং বেশ কিছুক্ষণ সেখানে অবস্থান করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী সারা নেতানিয়াহু। দিল্লি থেকে তারা উত্তর প্রদেশ বিমানবন্দরে অবতরণ করার পর তাজমহল পর্যন্ত সড়কজুড়ে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ সময় তাদের সঙ্গে ছিলেন। নেতানিয়াহু তাজমহলের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন, পুরো মোঘল স্থাপত্য ঘুরে দেখেছেন।
তাদের পরিদর্শনের জন্য দুই ঘণ্টা বন্ধ রাখা হয় তাজমহল। পরে আবার তা সাধারণ পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। গেলো রোববার ৬ দিনের সফরে ভারতে আসেন ইসরাইলি প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও দেশটির বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে তার দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























