ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ঘিরে একটি পক্ষ ইচ্ছাকৃত বিভ্রান্তি তৈরি করতে চাইছে,সতর্ক থাকার আহ্বান : মির্জা আব্বাস আবারও ঢাকায় শিক্ষার্থীদের অবরোধ, মানুষের ভোগান্তি ‘আগামীতে যারা ক্ষমতায় যাবেন তারা যেন প্রবাসীদের নিয়ে কাজ করেন’:নজরুল ইসলাম নির্বাচনে কোনও ব্যাঘাত ঘটলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন বিঘ্নিত হবে: শামসুজ্জামান দুদু নাজমুলের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা, মাঠে যাননি কেউ ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা হতে পারে: রয়টার্স আওয়ামী লীগ ভুল স্বীকার করলে রিকনসিলিয়েশন সম্ভব: প্রধান উপদেষ্টা নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত

অতি আত্মবিশ্বাস ক্ষতির কারণ হতে পারে: শেখ হাসিনা

অাকাশ জাতীয় ডেস্ক:

অতি আত্মবিশ্বাস ক্ষতির কারণ হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে রংপুর সিটি নির্বাচনে দলীয় প্রার্থীর বড় ব্যবধানে পরাজয়ের কারণ চিহ্নিত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে নেতাদের নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার সন্ধ্যায় গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দলের সভাপতিমণ্ডলীর সভায় তিনি এই নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সভায় উপস্থিত থাকা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবাহান গোলাপ।

তিনি বলেন, নেত্রী দলের কেন্দ্রীয় নেতাদের সাফ জানিয়ে দিয়েছেন যে, ঢাকা উত্তর সিটিতে গ্রহণযোগ্য প্রার্থী দেয়া হবে। আর আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নেতাদের ভোটারদের কাছে সরকারের উন্নয়নকাজ তুলে ধরার তাগিদও দিয়েছেন তিনি।

এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থীদের জরিপ চলছে। জরিপ শেষে মনোনয়ন দেয়া হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

আবদুস সোবহান গোলাপ বলেন, নির্বাচনকে সামনে রেখে সভায় নেয়া সিদ্ধান্ত অনুযায়ী দলের কেন্দ্রীয় নেতারা সকল জেলায় সফর করবেন। আর এজন্য একটা খসড়া তালিকাও করা হয়েছে।

চট্টগ্রামের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক এবং সুন্দরগঞ্জের সংসদ সদস্য (এমপি) গোলাম মোস্তফার মৃত্যুতে সভায় তিনটি পৃথক শোক প্রস্তাব আনা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন ঘিরে একটি পক্ষ ইচ্ছাকৃত বিভ্রান্তি তৈরি করতে চাইছে,সতর্ক থাকার আহ্বান : মির্জা আব্বাস

অতি আত্মবিশ্বাস ক্ষতির কারণ হতে পারে: শেখ হাসিনা

আপডেট সময় ১১:০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

অতি আত্মবিশ্বাস ক্ষতির কারণ হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে রংপুর সিটি নির্বাচনে দলীয় প্রার্থীর বড় ব্যবধানে পরাজয়ের কারণ চিহ্নিত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে নেতাদের নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার সন্ধ্যায় গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দলের সভাপতিমণ্ডলীর সভায় তিনি এই নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সভায় উপস্থিত থাকা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবাহান গোলাপ।

তিনি বলেন, নেত্রী দলের কেন্দ্রীয় নেতাদের সাফ জানিয়ে দিয়েছেন যে, ঢাকা উত্তর সিটিতে গ্রহণযোগ্য প্রার্থী দেয়া হবে। আর আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নেতাদের ভোটারদের কাছে সরকারের উন্নয়নকাজ তুলে ধরার তাগিদও দিয়েছেন তিনি।

এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থীদের জরিপ চলছে। জরিপ শেষে মনোনয়ন দেয়া হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

আবদুস সোবহান গোলাপ বলেন, নির্বাচনকে সামনে রেখে সভায় নেয়া সিদ্ধান্ত অনুযায়ী দলের কেন্দ্রীয় নেতারা সকল জেলায় সফর করবেন। আর এজন্য একটা খসড়া তালিকাও করা হয়েছে।

চট্টগ্রামের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক এবং সুন্দরগঞ্জের সংসদ সদস্য (এমপি) গোলাম মোস্তফার মৃত্যুতে সভায় তিনটি পৃথক শোক প্রস্তাব আনা হয়।