ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রাথমিক দল গড়তে বিসিবিতে বৈঠকে নির্বাচকরা

আকাশ স্পোর্টস ডেস্ক:

আচ্ছা এনামুল হক বিজয় তো ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান পাচ্ছেন। বিপিএলে ভালো খেলেছেন। দীর্ঘ পরিসরের খেলায় এক মৌসুমে এক জোড়া ডাবল সেঞ্চুরিও হাকিয়ে ফেলেছেন। সঙ্গে বাঁ-হাতি নাজমুল হাসান শান্তও নিয়মিত রান পাচ্ছেন। তার ব্যাট কথা বলছে, হাসছে। আরও কিছু বিকল্প আছে। তারা কি বিশেষ বিবেচনায় থাকবেন? নাকি সেই ঘুরে ফিরে ইমরুল, সৌম্য আর লিটন দাসের ওপরই চোখ নির্বাচকদের?

ওদিকে মিডল অর্ডারে নাসিরও ধৈর্য পরীক্ষায় উৎরে এখন প্রায় নিয়মিত লম্বা ইনিংস খেলছেন। এ বছর ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরি হাকানোর পর আজ প্রায় ট্রিপল সেঞ্চুরিও করে ফেলেছিলেন। তারপরও তাকে কি শুধু সীমিত ওভার স্পেশালিষ্ট ভাবা হবে? নাকি ঘরের মাঠে শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট সিরিজেও একাদশে অগ্রাধীকার পাবেন সাব্বির রহমান রুম্মন ?

গতি থাকলেও নিয়ন্ত্রণে কমতি আর রান বেশি দিয়ে ফেলে প্রায়ই দলকে পেছনে ঠেলে দিচ্ছেন তাসকিন। তার চেয়ে তুলনামূলক কম গতির আবু জাইদ রাহি আর আবু হায়দার রনির সে তুলনায় নিয়ন্ত্রণ বেশি। তিন জাতি ওয়ানডে টুর্নামেন্ট আর শ্রীলঙ্কার সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে কি ঐ দুই তরুণের কথাও ভাবা হবে? নানা কৌতূহলী প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনুরাগি ও বাংলাদেশ ভক্তদের মাঝে। জল্পনা-কল্পনার শেষ নেই। গুঞ্জনের ফানুস উড়ছে আকাশে বাতাসে।

ওদিকে হেড কোচ চন্দিকা হাথুরুসিংহে নেই। নির্বাচকরা মাঝখানের সময়ের তুলনায় এখন খানিকটা চাপমুক্ত। ভাবা হচ্ছে এবার ত্রিদেশীয় আর লঙ্কানদের সঙ্গে হোম সিরিজে দল নিয়ে, ক্রিকেটার মনোনয়নে অযাচিত হস্তক্ষেপও থাকবে না। অমুককে নিতে হবে। তাকে শুধু সীমিত ওভারের ফরম্যাটে নয়, টেস্টেও খেলাতে হবে। এবং আমি যেখানে চাইবো সেখানেই খেলাতে হবে। এমন চাপ শেষ। তাই ধারণা করা হচ্ছে এবার দল নির্বাচনে কিছু নতুনত্বের সংযোজন ঘটতেও পারে।

যদিও বোর্ড সভাপতি নাজমুৃল হাসান পাপন এরই মধ্যে নির্বাচকদের সঙ্গে কথা বলার পর মিডিয়ায় বলে দিয়েছেন, দলে বড় ধরনের পরিবর্তন আসার সুযোগ ও সম্ভাবনা কম। কারণ সব ফরম্যাটেই কিছু পরিক্ষিত, পরিণত, অভিজ্ঞ ও কার্যকর পারফরমার আছেন। যাদের বাদ দিয়ে নতুন কাউকে ঢোকানোর সুযোগ কম।

তারপরও ধারণা করা যায়, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত আর আবু জাইদ রাহি ও আবু হায়দার রনি মূল দলে জায়গা পেলেও পেতে পারেন। এর বাইরে টি-টোয়েন্টি ফরম্যাটে আরিফুলের সম্ভাবনাও কথাও শোনা যাচ্ছে জোরে সোরে।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জাগো নিউজকে আগেও জানিয়েছেন টেস্ট এবং ওয়ানডেতে নতুন কাউকে নেয়ার জায়গা নেই তেমন। তবে টি-টোয়েন্টি স্কোয়াডে কিছু রদবদল হতেও পারে। সেখানে জন চারেক ক্রিকেটারকে বদলে অন্যদের নেয়ার কথা ভাবা হচ্ছে।

এদিকে আজ (শনিবার) সকাল থেকে দল গঠন ও ক্রিকেটার মনোনয়নের আনুষ্ঠানিক কাজে বসে গেছেন নির্বাচকরা। সকাল ১০ টার আগেই শেরে বাংলায় ক্রিকেটার বাছাইয়ের কাজ শুরু নির্বাচকদের। জাগো নিউজের সাথে আলাপে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানালেন, ‘আমরা বসেই প্রাথমিক দল চূড়ান্ত করে ফেলবো। তিন জাতি ওয়ানডে টুর্নামেন্ট আর দুই টেস্টে ও সমান দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য একবারে ৩০ থেকে ৩২ জনকে ডাকা হবে। সেখান থেকে প্রথমে ত্রিদেশীয় টুর্নামেন্ট, পরে টেস্ট এবং শেষে টি-টোয়েন্টির জন্য দল চূড়ান্ত করা হবে।’

দল কি আজই ঘোষণা করা হবে? এ প্রশ্নের সঠিক জবাব নেই প্রধান নির্বাচকের কাছে। শনিবার সকালে জাগো নিউজকে মিনহাজুল আবেদিন নান্নু জানান, ‘এটা বলা যাচ্ছে না। কাজ হয়ে গেলে হয়তো আজই পেয়ে যাবেন। না হয় কাল (রোববার) ঘোষণা করা হবে ক্যাম্পে কাদের ডাকা হলো?’

প্রাথমিক ক্যাম্পে যারা ডাক পেতে পারেনঃ তামিম, সৌম্য, ইমরুল, লিটন, মুমিনুল, মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহ, নাসির, সাব্বির, মাশরাফি, মিরাজ, সাঞ্জামুল রুবেল, তাসকিন, মোস্তাফিজ, সাইফুদ্দিন, শফিউল, রাব্বি, রাহি, রনি, রাজু, নাজমুল অপু, শুভাশিস, সোহাগ গাজী, শান্ত, জাকির, আরিফুল, মোসাদ্দেক, বিজয়, আল-আমিন, তাইজুল, মিথুন, সোহান, মেহেদী হাসান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোস্টাল ভোটে অনিয়ম করলে প্রবাসীদের দেশে ফেরত আনার হুঁশিয়ারি ইসির

প্রাথমিক দল গড়তে বিসিবিতে বৈঠকে নির্বাচকরা

আপডেট সময় ০৬:৫৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭

আকাশ স্পোর্টস ডেস্ক:

আচ্ছা এনামুল হক বিজয় তো ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান পাচ্ছেন। বিপিএলে ভালো খেলেছেন। দীর্ঘ পরিসরের খেলায় এক মৌসুমে এক জোড়া ডাবল সেঞ্চুরিও হাকিয়ে ফেলেছেন। সঙ্গে বাঁ-হাতি নাজমুল হাসান শান্তও নিয়মিত রান পাচ্ছেন। তার ব্যাট কথা বলছে, হাসছে। আরও কিছু বিকল্প আছে। তারা কি বিশেষ বিবেচনায় থাকবেন? নাকি সেই ঘুরে ফিরে ইমরুল, সৌম্য আর লিটন দাসের ওপরই চোখ নির্বাচকদের?

ওদিকে মিডল অর্ডারে নাসিরও ধৈর্য পরীক্ষায় উৎরে এখন প্রায় নিয়মিত লম্বা ইনিংস খেলছেন। এ বছর ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরি হাকানোর পর আজ প্রায় ট্রিপল সেঞ্চুরিও করে ফেলেছিলেন। তারপরও তাকে কি শুধু সীমিত ওভার স্পেশালিষ্ট ভাবা হবে? নাকি ঘরের মাঠে শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট সিরিজেও একাদশে অগ্রাধীকার পাবেন সাব্বির রহমান রুম্মন ?

গতি থাকলেও নিয়ন্ত্রণে কমতি আর রান বেশি দিয়ে ফেলে প্রায়ই দলকে পেছনে ঠেলে দিচ্ছেন তাসকিন। তার চেয়ে তুলনামূলক কম গতির আবু জাইদ রাহি আর আবু হায়দার রনির সে তুলনায় নিয়ন্ত্রণ বেশি। তিন জাতি ওয়ানডে টুর্নামেন্ট আর শ্রীলঙ্কার সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে কি ঐ দুই তরুণের কথাও ভাবা হবে? নানা কৌতূহলী প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনুরাগি ও বাংলাদেশ ভক্তদের মাঝে। জল্পনা-কল্পনার শেষ নেই। গুঞ্জনের ফানুস উড়ছে আকাশে বাতাসে।

ওদিকে হেড কোচ চন্দিকা হাথুরুসিংহে নেই। নির্বাচকরা মাঝখানের সময়ের তুলনায় এখন খানিকটা চাপমুক্ত। ভাবা হচ্ছে এবার ত্রিদেশীয় আর লঙ্কানদের সঙ্গে হোম সিরিজে দল নিয়ে, ক্রিকেটার মনোনয়নে অযাচিত হস্তক্ষেপও থাকবে না। অমুককে নিতে হবে। তাকে শুধু সীমিত ওভারের ফরম্যাটে নয়, টেস্টেও খেলাতে হবে। এবং আমি যেখানে চাইবো সেখানেই খেলাতে হবে। এমন চাপ শেষ। তাই ধারণা করা হচ্ছে এবার দল নির্বাচনে কিছু নতুনত্বের সংযোজন ঘটতেও পারে।

যদিও বোর্ড সভাপতি নাজমুৃল হাসান পাপন এরই মধ্যে নির্বাচকদের সঙ্গে কথা বলার পর মিডিয়ায় বলে দিয়েছেন, দলে বড় ধরনের পরিবর্তন আসার সুযোগ ও সম্ভাবনা কম। কারণ সব ফরম্যাটেই কিছু পরিক্ষিত, পরিণত, অভিজ্ঞ ও কার্যকর পারফরমার আছেন। যাদের বাদ দিয়ে নতুন কাউকে ঢোকানোর সুযোগ কম।

তারপরও ধারণা করা যায়, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত আর আবু জাইদ রাহি ও আবু হায়দার রনি মূল দলে জায়গা পেলেও পেতে পারেন। এর বাইরে টি-টোয়েন্টি ফরম্যাটে আরিফুলের সম্ভাবনাও কথাও শোনা যাচ্ছে জোরে সোরে।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জাগো নিউজকে আগেও জানিয়েছেন টেস্ট এবং ওয়ানডেতে নতুন কাউকে নেয়ার জায়গা নেই তেমন। তবে টি-টোয়েন্টি স্কোয়াডে কিছু রদবদল হতেও পারে। সেখানে জন চারেক ক্রিকেটারকে বদলে অন্যদের নেয়ার কথা ভাবা হচ্ছে।

এদিকে আজ (শনিবার) সকাল থেকে দল গঠন ও ক্রিকেটার মনোনয়নের আনুষ্ঠানিক কাজে বসে গেছেন নির্বাচকরা। সকাল ১০ টার আগেই শেরে বাংলায় ক্রিকেটার বাছাইয়ের কাজ শুরু নির্বাচকদের। জাগো নিউজের সাথে আলাপে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানালেন, ‘আমরা বসেই প্রাথমিক দল চূড়ান্ত করে ফেলবো। তিন জাতি ওয়ানডে টুর্নামেন্ট আর দুই টেস্টে ও সমান দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য একবারে ৩০ থেকে ৩২ জনকে ডাকা হবে। সেখান থেকে প্রথমে ত্রিদেশীয় টুর্নামেন্ট, পরে টেস্ট এবং শেষে টি-টোয়েন্টির জন্য দল চূড়ান্ত করা হবে।’

দল কি আজই ঘোষণা করা হবে? এ প্রশ্নের সঠিক জবাব নেই প্রধান নির্বাচকের কাছে। শনিবার সকালে জাগো নিউজকে মিনহাজুল আবেদিন নান্নু জানান, ‘এটা বলা যাচ্ছে না। কাজ হয়ে গেলে হয়তো আজই পেয়ে যাবেন। না হয় কাল (রোববার) ঘোষণা করা হবে ক্যাম্পে কাদের ডাকা হলো?’

প্রাথমিক ক্যাম্পে যারা ডাক পেতে পারেনঃ তামিম, সৌম্য, ইমরুল, লিটন, মুমিনুল, মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহ, নাসির, সাব্বির, মাশরাফি, মিরাজ, সাঞ্জামুল রুবেল, তাসকিন, মোস্তাফিজ, সাইফুদ্দিন, শফিউল, রাব্বি, রাহি, রনি, রাজু, নাজমুল অপু, শুভাশিস, সোহাগ গাজী, শান্ত, জাকির, আরিফুল, মোসাদ্দেক, বিজয়, আল-আমিন, তাইজুল, মিথুন, সোহান, মেহেদী হাসান।