ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি বিএনপি নেতার মৃত্যু, অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্যকে প্রত্যাহার রাজধানীর তিন পয়েন্ট অবরোধের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

নিখোঁজের ৪৪ দিন পর বাড়ি ফিরলেন সিজার

অাকাশ জাতীয় ডেস্ক:

সাংবাদিক উৎপলের পর শিক্ষক মোবাশ্বার হাসান সিজারও বাসায় ফিরে এসেছেন। নিখোঁজের ৪৪ দিন পর বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের এই শিক্ষক বৃহস্পতিবার গভীর রাতে বাসায় ফিরেন। এর আগে ৭০ দিন পর গত মঙ্গলবার ফিরে আসেন সাংবাদিক উৎপল দাস। সিজারের বাবা মোতাহার হোসেন দৈনিক আকাশকে তার ছেলের ফিরে আসার খবর নিশ্চিত করেছেন। তবে তাকে কে নিয়ে গিয়েছিল এবং তিনি কীভাবে ফিরে এসেছেন তা এখনো জানা যায়নি।

মোতাহার হোসেন শুক্রবার সকালে দৈনিক আকাশকে বলেন, ‘সিজার রাত একটার দিকে বাসায় ফিরে আসে। এখন সে ঘুমাচ্ছে। কে কীভাবে তাকে উঠিয়ে নিয়ে গিয়েছিল তা আমরা এখনো জানতে পারিনি। আর সে কথা বলার শক্তি তার নেই।’ সাবেক সরকারি এই কর্মকর্তা বলেন, ‘আমার ছেলে ফিরে এসেছে এটাই বড় কথা। আমরা এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেব না।’ এ সময় তিনি আরও যারা নিখোঁজ আছে তারাও যেন এভাবে ফিরে আসে সে কামনা করেন।

এর আগে উৎপলকে ফিরে পাওয়ার পর সিজারের বাবা বুধবার সন্ধ্যায় দৈনিক আকাশকে বলেছিলেন, ‘খুব ভালো লাগল যে এতদিন পর হলেও ছেলেটি (উৎপল) তার বাবা-মায়ের বুকে ফিরে এসেছে। আমিও আশা রাখি দ্রুত সময়ে মধ্যে আমার ছেলেটাও ফিরে আসবে।’ মোতাহার বলেন, ‘যে বা যারাই আমার ছেলে সিজারকে নিয়ে গেছেন, তাদেরকে আমি অনুরোধ করব তারা যেন দ্রুত সময়ে মধ্যে আমার ছেলেটিকে ছেড়ে দেয়।’

৭ নভেম্বর সকালে রামপুরার বাসা থেকে বিশ্ববিদ্যালয়ে যেতে বের হন সিজার। পরে আর বাসায় ফেরেননি। এ ঘটনায় সিজারের বাবা মোতাহার হোসেন খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

উৎপল ও সিজার ছাড়াও গত এক বছরে ঢাকায় ব্যবসায়ী, রাজনীতিক, সাবেক সেনা কর্মকর্তা ও কূটনীতিক মিলিয়ে ১০ জনেরও বেশি নিখোঁজের ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। সবশেষ ৪ ডিসেম্বর সন্ধ্যায় বিদেশ থেকে আসা মেয়েকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে ধানমন্ডির বাসা বের হয়ে নিখোঁজ হন সাবেক সেনা কর্মকর্তা ও কূটনীতিক মারুফ জামান। তারও কোনো খোঁজ মিলছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় মামলা তুলে না নেওয়ায় সাক্ষীকে হত্যা

নিখোঁজের ৪৪ দিন পর বাড়ি ফিরলেন সিজার

আপডেট সময় ০১:১৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

সাংবাদিক উৎপলের পর শিক্ষক মোবাশ্বার হাসান সিজারও বাসায় ফিরে এসেছেন। নিখোঁজের ৪৪ দিন পর বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের এই শিক্ষক বৃহস্পতিবার গভীর রাতে বাসায় ফিরেন। এর আগে ৭০ দিন পর গত মঙ্গলবার ফিরে আসেন সাংবাদিক উৎপল দাস। সিজারের বাবা মোতাহার হোসেন দৈনিক আকাশকে তার ছেলের ফিরে আসার খবর নিশ্চিত করেছেন। তবে তাকে কে নিয়ে গিয়েছিল এবং তিনি কীভাবে ফিরে এসেছেন তা এখনো জানা যায়নি।

মোতাহার হোসেন শুক্রবার সকালে দৈনিক আকাশকে বলেন, ‘সিজার রাত একটার দিকে বাসায় ফিরে আসে। এখন সে ঘুমাচ্ছে। কে কীভাবে তাকে উঠিয়ে নিয়ে গিয়েছিল তা আমরা এখনো জানতে পারিনি। আর সে কথা বলার শক্তি তার নেই।’ সাবেক সরকারি এই কর্মকর্তা বলেন, ‘আমার ছেলে ফিরে এসেছে এটাই বড় কথা। আমরা এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেব না।’ এ সময় তিনি আরও যারা নিখোঁজ আছে তারাও যেন এভাবে ফিরে আসে সে কামনা করেন।

এর আগে উৎপলকে ফিরে পাওয়ার পর সিজারের বাবা বুধবার সন্ধ্যায় দৈনিক আকাশকে বলেছিলেন, ‘খুব ভালো লাগল যে এতদিন পর হলেও ছেলেটি (উৎপল) তার বাবা-মায়ের বুকে ফিরে এসেছে। আমিও আশা রাখি দ্রুত সময়ে মধ্যে আমার ছেলেটাও ফিরে আসবে।’ মোতাহার বলেন, ‘যে বা যারাই আমার ছেলে সিজারকে নিয়ে গেছেন, তাদেরকে আমি অনুরোধ করব তারা যেন দ্রুত সময়ে মধ্যে আমার ছেলেটিকে ছেড়ে দেয়।’

৭ নভেম্বর সকালে রামপুরার বাসা থেকে বিশ্ববিদ্যালয়ে যেতে বের হন সিজার। পরে আর বাসায় ফেরেননি। এ ঘটনায় সিজারের বাবা মোতাহার হোসেন খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

উৎপল ও সিজার ছাড়াও গত এক বছরে ঢাকায় ব্যবসায়ী, রাজনীতিক, সাবেক সেনা কর্মকর্তা ও কূটনীতিক মিলিয়ে ১০ জনেরও বেশি নিখোঁজের ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। সবশেষ ৪ ডিসেম্বর সন্ধ্যায় বিদেশ থেকে আসা মেয়েকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে ধানমন্ডির বাসা বের হয়ে নিখোঁজ হন সাবেক সেনা কর্মকর্তা ও কূটনীতিক মারুফ জামান। তারও কোনো খোঁজ মিলছে না।