অাকাশ জাতীয় ডেস্ক:
আওয়ামী লীগ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বলেই, সব ধর্মের অনুসারীদের জন্য কাজ করে। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে বড়দিন উপলক্ষে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এ মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী উন্নত দেশ গড়তে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এখানে আমরা সকল ধর্মের মানুষ মিলে একসঙ্গে কাজ করব। আমরা এই নীতিতেই বিশ্বাস করি।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে সকল ধর্মের মানুষ মিলেই আমরা যুদ্ধ করেছি। এখন আমরা সেই দেশকে উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে চাই। সকল ধর্মের মানুষ যেন সুন্দরভাবে বসবাস করতে পারি আমরা সেই প্রার্থনাই করি।
আকাশ নিউজ ডেস্ক 



















