আকাশ বিনোদন ডেস্ক:
ভারতের মুম্বাইয়ে মঙ্গলবার বিকেলে জি সিনে অ্যাওয়ার্ডসে সেরা নায়িকার পুরস্কার জিতেছেন জয়া আহসান। এ উপলক্ষে তাকে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী বন্যা মির্জা। আর ফেসবুক পোস্টে উল্লেখ করলেন, জয়ার জন্য ‘খোঁটা’ শুনতে হয় তাকে।
তিনি লেখেন, ‘আমার বন্ধু জয়া আহসান আবার একটা জি সিনে অ্যাওয়ার্ড জিতেছেন। মহাঝামেলা তাকে নিয়ে। একটা শেষ না হতেই আবার আরেকটা এইভাবে একটার পর একটা…। আমার বন্ধু বললাম কারণ এই খোঁটা আমাকে সারাক্ষণ শুনতে হয়!’
বন্যা আরো বলেন, ‘খোঁটা বললাম বটে, আমি খুব ভালোই বোধ করি তাতে, তাই যাই হোক আমি কেবল তোমার জন্য, আমরা সবাই (তাই হওয়া উচিত) তোমার জন্য সম্মানিত হয়ে চলেছি। এইভাবেই চলুক তোমার যাত্রা দীর্ঘকাল। অনেক ভালোবাসা বাবু।’
আকাশ নিউজ ডেস্ক 























