অাকাশ জাতীয় ডেস্ক:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক আসামি ছয় সন্তানের জনক মোহাম্মদ শামসুল ইসলাম।
বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার সেলিমগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জামালগঞ্জ থানার ওসি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে উপজেলার ফেনারবাক ইউনিয়নের সুলতান মিয়ার বাড়িতে একা পেয়ে মুখে গামছা বেঁধে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করা হয়। পরে বাকপ্রতিবন্ধী কিশোরী মেয়ের মা মোছা. খাদের বানু মোহাম্মদ শামসুল ইসলামকে আসামি করে থানায় অভিযোগ করেন।
আকাশ নিউজ ডেস্ক 
























