অাকাশ নিউজ ডেস্ক:
পল্লবীতে ভবন থেকে পড়ে মিরাজ (২৫) নামে ১ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১১টার দিকে মিরপুর ১২ নম্বর সেকশনের ১৬ নম্বর রোডের ১১ নম্বর বাসায় গ্রিল লাগানোর কাজের সময় গ্রিল মিস্ত্রি নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।
মিরাজের মৃত্যুর খবর নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বলেন, মিরাজ সাততলা ভবনটির পাঁচতলায় গ্রিল লাগানোর কাজের সময় তিনি নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১টায় তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























