অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
নির্যাতিত ফিলিস্তিনি জাতির ন্যায়সঙ্গত অধিকার এবং মুসলমানদের প্রথম ক্বেবলা রক্ষায় তেহরানের সমর্থন আগের মতোই অব্যাহত থাকবে। ইরানের সংসদ স্পিকারের বিশেষ সহকারী ও সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান তেহরানে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত সৌদ বিন আহমাদ আল-বারওয়ানি’র সঙ্গে এক বৈঠকে এ ঘোষণা দিয়েছেন।
তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে জেরুজালেম বা আল-কুদস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার কথা উল্লেখ করে বলেন, কুদস মুসলিম বিশ্বের সম্পদ। কাজেই অন্য সব মুসলমান দেশের পাশে থেকে ইরান ট্রাম্পের এই পরিকল্পনার বাস্তবায়ন প্রতিহত করবে।
মুসলমানদের প্রথম ক্বেবলার শহর আল-কুদস বা জেরুজালেমকে মুসলমানরা নিজেদের তৃতীয় পবিত্রতম শহর বলে মনে করেন। এ কারণে মুসলমানদের কাছে ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ এই শহরের গুরুত্ব অপরিসীম এবং তারা ট্রাম্পের ঘোষণার পর থেকেই এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।
আকাশ নিউজ ডেস্ক 



















