ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

কলেজছাত্রীকে হত্যার পর বিষপানের নাটক, স্বামী গ্রেপ্তার

অাকাশ জাতীয় ডেস্ক:

ঝালকাঠিতে কলেজছাত্রীকে শ্বাসরোধে হত্যার পর বিষপানের নাটক সাজানোর অভিযোগ উঠেছে। নিহত সুমাইয়া ফরাজী শহরের কাঠপট্টি এলাকার আসলাম ফরাজীর মেয়ে। সে ঝালকাঠি সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী।

রোববার বিকেলে ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকার একটি মুড়ির মিলের এক কক্ষে এ ঘটনা ঘটে। পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে সোমবার ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী হিমু আকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, প্রায় তিন বছর আগে দুই পরিবারের অমতে একই এলাকার মিল্টন আকনের ছেলে হিমু আকন এবং আসলাম ফরাজীর মেয়ে সুমাইয়া ফরাজী বিয়ে করেন। কিন্তু বিয়ের পর থেকে ছেলের পরিবার এ সম্পর্ক মেনে নেয় নি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগে থাকত।

এদিকে নিহত সুমাইয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে অভিযোগ করে নিহতের বাবা আসলাম ফরাজী মেয়ের স্বামী হিমুসহ তার পরিবারের ৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, রোববার হিমু নিজেদের মুড়ির মিলে সুমাইয়াকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে আত্মহত্যার নাটক সাজায়। এ সময় হিমু নিজে বিষ পানের নাটক করে তার আত্মীয়দের মোবাইলে ফোন করে বিষয়টি জানায়। আত্মীয়রা দম্পতিকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুমাইয়াকে মৃত ঘোষণা করেন। হিমুকে পাঠানো হয় বরিশাল হাসপাতালে। পুলিশ রাতে বরিশাল হাসপাতাল থেকে হিমুকে সুস্থ অবস্থায় গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

ঝালকাঠি সদর সদর হাসপাতালের মেডিকেল অফিসার শিউলি পারভিন জানিয়েছেন, সুমাইয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তবে তার মৃত্যুর কারণ বোঝা যায়নি। অপর দিকে হিমুর মুখে বিষাক্ত পদার্থ পাওয়া গেছে।

ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সরোয়ার হোসেন জানান, মামলায় নিহতের স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে মসজিদের বাক্সে ৯ লাখ টাকা

কলেজছাত্রীকে হত্যার পর বিষপানের নাটক, স্বামী গ্রেপ্তার

আপডেট সময় ০২:৫১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

ঝালকাঠিতে কলেজছাত্রীকে শ্বাসরোধে হত্যার পর বিষপানের নাটক সাজানোর অভিযোগ উঠেছে। নিহত সুমাইয়া ফরাজী শহরের কাঠপট্টি এলাকার আসলাম ফরাজীর মেয়ে। সে ঝালকাঠি সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী।

রোববার বিকেলে ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকার একটি মুড়ির মিলের এক কক্ষে এ ঘটনা ঘটে। পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে সোমবার ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী হিমু আকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, প্রায় তিন বছর আগে দুই পরিবারের অমতে একই এলাকার মিল্টন আকনের ছেলে হিমু আকন এবং আসলাম ফরাজীর মেয়ে সুমাইয়া ফরাজী বিয়ে করেন। কিন্তু বিয়ের পর থেকে ছেলের পরিবার এ সম্পর্ক মেনে নেয় নি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগে থাকত।

এদিকে নিহত সুমাইয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে অভিযোগ করে নিহতের বাবা আসলাম ফরাজী মেয়ের স্বামী হিমুসহ তার পরিবারের ৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, রোববার হিমু নিজেদের মুড়ির মিলে সুমাইয়াকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে আত্মহত্যার নাটক সাজায়। এ সময় হিমু নিজে বিষ পানের নাটক করে তার আত্মীয়দের মোবাইলে ফোন করে বিষয়টি জানায়। আত্মীয়রা দম্পতিকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুমাইয়াকে মৃত ঘোষণা করেন। হিমুকে পাঠানো হয় বরিশাল হাসপাতালে। পুলিশ রাতে বরিশাল হাসপাতাল থেকে হিমুকে সুস্থ অবস্থায় গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

ঝালকাঠি সদর সদর হাসপাতালের মেডিকেল অফিসার শিউলি পারভিন জানিয়েছেন, সুমাইয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তবে তার মৃত্যুর কারণ বোঝা যায়নি। অপর দিকে হিমুর মুখে বিষাক্ত পদার্থ পাওয়া গেছে।

ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সরোয়ার হোসেন জানান, মামলায় নিহতের স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।