অাকাশ জাতীয় ডেস্ক:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। পটুয়াখালী তিন আসন থেকে আওয়ামী লীগের ব্যানারে নির্বাচন করার ঘোষণা দিয়ে এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সাবেক এই সাংসদ।
এর আগে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী থেকে জয় লাভ করেন রনি। এরপর ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে তিনি অংশ না নিলেও পরের বছর ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে আংটি প্রতীক নিয়ে মেয়র পদে লড়াই করেন তিনি।
সোমবার ফেসবুকে একটি স্ট্যাটাসে নৌকা সংবলিত দুটি পোস্টারের ছবি শেয়ার করে গোলাম মাওলা রনি বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব ইনশা আল্লাহ। সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত করেছি। এরই ধারাবাহিকতায় দু`টো পোস্টার। প্লিজ! দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ!’
আকাশ নিউজ ডেস্ক 
























