ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিকেল সাড়ে ৪টার মধ্যে পৌঁছালেই পোস্টাল ব্যালট গণনা হবে: ইসি বিএনপিকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: মাহদী আমিন আলোচনার মধ্যেই ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার ডিআরসির কাছে করা বিসিবির আপিল বাতিল মধ্যরাতে বরিশালে আগুনে পুড়ল ৭ দোকান তাদের জনসমর্থনের জোয়ার দেখে,ভয় পেয়ে একটি বড় দল আতঙ্ক ছড়াচ্ছে: নাহিদ ইন্দোনেশিয়ায় পাহাড় ধসে নিহত ৭, নিখোঁজ ৮২ তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা,এটাকে হাইপার প্রোপাগান্ডা বলে : রিজভী আমরা কথা দিচ্ছি, জীবন যাবে কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করবো না: জামায়াত আমির ‘যারা কেন্দ্র দখলের চিন্তা করছেন, তারা বাসা থেকে মা-বাবার দোয়া নিয়ে বের হইয়েন’:হাসনাত

আগাম নির্বাচনে যেতে প্রস্তুত বিএনপি: মওদুদ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদ বলেছেন, নির্ধারিত সময়ের আগে নির্বাচন হলেও বিএনপি অংশগহণ করতে প্রস্তুত। তবে নির্বাচন অবশ্যই সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। আগাম নির্বাচনের জন্য যেকোনো সময় নির্বাচন দিলে, আমরা সেই নির্বাচনে প্রতিযোগিতা করব একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ পরিবেশে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল’আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা’শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আলোচনাসভার আয়োজন করে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল (বিডিসি)।

মওদুদ আহমদ বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আমি ৫০ বছরেরও বেশি সময় আইনজীবী হিসেবে কাজ করছি, কখনো দেখিনি সাপ্তাহিক জামিন। বাংলাদেশের সাবেক তিন বারের প্রধানমন্ত্রীকে প্রতি সপ্তাহে আদালতে আসতে বাধ্য করা হচ্ছে। হরতালের কারণে খালেদা জিয়া আদালতে যেতে দেরি হবে জানানোর পরেও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এতে আবারো প্রমাণ হলো নিম্ন আদালত স্বাধীন নয়, এই আদালতের নিয়ন্ত্রণ সম্পূর্ণ সরকারের হাতে।’

তিনি বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী সংসদে আমাকে নিয়ে পাঁচ মিনিট বক্তব্য রেখেছেন। আমার যতো খারাপ দিক আছে সব তুলে ধরেছেন, অনেক সমালোচনা করেছেন। কিন্তু তিনি হয়তো ভুলে গেছেন সে সময়ে আমরা যারা আওয়ামী লীগ করতাম না এমন চারজন আইনজীবীই আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর আত্মপক্ষ সমর্থনের সুযোগ করেছিলাম। এই জন্য কৃতজ্ঞতা থাকা দরকার ছিল।

মওদুদ আহমেদ বলেন, আজকে দুঃখের সাথে বলতে হয়, বর্তমানে কূটনৈতিক ব্যর্থতার কারণে বাংলাদেশ সরকারকে মিয়ানমারের একটি চুক্তির ফাঁদে পড়তে হয়েছে। কেননা, ১৯ দফা শর্তের উপরে যে চুক্তি হয়েছে তা কোনোদিনই কার্যকর করা সম্ভব হবে না। দেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে যারা বিশ্লেষক রয়েছেন তারাও বলছেন, এই চুক্তি কার্যকর সম্ভব হবে না। কারণ ভারত, চীন এবং রাশিয়াকে বাংলাদেশ সরকার তাদের পক্ষে আনতে পারে নাই। এটাই এই সরকারের ব্যর্থতা। আর এই চুক্তি এই সরকারের ব্যর্থতার জন্যই করতে হয়েছে। যে চুক্তি কোনো দিন কার্যকর করা সম্ভব হবে না।

আয়োজক সংগঠনের সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল,প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি,এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা,শাহবাগ থানা কৃষক দলের সভাপতি এম জাহাঙ্গীর আলম,ঘুরে দাঁড়াও বাংলাদেশের সভাপতি কাদের সিদ্দিকী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগাম নির্বাচনে যেতে প্রস্তুত বিএনপি: মওদুদ

আপডেট সময় ১১:২৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদ বলেছেন, নির্ধারিত সময়ের আগে নির্বাচন হলেও বিএনপি অংশগহণ করতে প্রস্তুত। তবে নির্বাচন অবশ্যই সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। আগাম নির্বাচনের জন্য যেকোনো সময় নির্বাচন দিলে, আমরা সেই নির্বাচনে প্রতিযোগিতা করব একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ পরিবেশে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল’আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা’শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আলোচনাসভার আয়োজন করে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল (বিডিসি)।

মওদুদ আহমদ বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আমি ৫০ বছরেরও বেশি সময় আইনজীবী হিসেবে কাজ করছি, কখনো দেখিনি সাপ্তাহিক জামিন। বাংলাদেশের সাবেক তিন বারের প্রধানমন্ত্রীকে প্রতি সপ্তাহে আদালতে আসতে বাধ্য করা হচ্ছে। হরতালের কারণে খালেদা জিয়া আদালতে যেতে দেরি হবে জানানোর পরেও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এতে আবারো প্রমাণ হলো নিম্ন আদালত স্বাধীন নয়, এই আদালতের নিয়ন্ত্রণ সম্পূর্ণ সরকারের হাতে।’

তিনি বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী সংসদে আমাকে নিয়ে পাঁচ মিনিট বক্তব্য রেখেছেন। আমার যতো খারাপ দিক আছে সব তুলে ধরেছেন, অনেক সমালোচনা করেছেন। কিন্তু তিনি হয়তো ভুলে গেছেন সে সময়ে আমরা যারা আওয়ামী লীগ করতাম না এমন চারজন আইনজীবীই আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর আত্মপক্ষ সমর্থনের সুযোগ করেছিলাম। এই জন্য কৃতজ্ঞতা থাকা দরকার ছিল।

মওদুদ আহমেদ বলেন, আজকে দুঃখের সাথে বলতে হয়, বর্তমানে কূটনৈতিক ব্যর্থতার কারণে বাংলাদেশ সরকারকে মিয়ানমারের একটি চুক্তির ফাঁদে পড়তে হয়েছে। কেননা, ১৯ দফা শর্তের উপরে যে চুক্তি হয়েছে তা কোনোদিনই কার্যকর করা সম্ভব হবে না। দেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে যারা বিশ্লেষক রয়েছেন তারাও বলছেন, এই চুক্তি কার্যকর সম্ভব হবে না। কারণ ভারত, চীন এবং রাশিয়াকে বাংলাদেশ সরকার তাদের পক্ষে আনতে পারে নাই। এটাই এই সরকারের ব্যর্থতা। আর এই চুক্তি এই সরকারের ব্যর্থতার জন্যই করতে হয়েছে। যে চুক্তি কোনো দিন কার্যকর করা সম্ভব হবে না।

আয়োজক সংগঠনের সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল,প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি,এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা,শাহবাগ থানা কৃষক দলের সভাপতি এম জাহাঙ্গীর আলম,ঘুরে দাঁড়াও বাংলাদেশের সভাপতি কাদের সিদ্দিকী প্রমুখ।