আকাশ স্পোর্টস ডেস্ক:
বিপিএলের পয়েন্ট তালিকায় বর্তমানে শীর্ষে অবস্থান করছে খুলনা টাইটান। কিন্তু আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বসে কিংবা টিভির সামনে বসে যারা কুমিল্লা ভিক্টোরিয়ানসের সঙ্গে খুলনার খেলা দেখছেন, তারা একটু অবাক হতে পারেন।
কারণ তালিকায় শীর্ষে থাকা দলটি যে কুমিল্লার বোলিং তোপে পড়ে ১১১ রানেই অলআউট হয়ে গেছে। যদিও টেল এন্ডাররা কিছু রান যোগ না করলে একশও ছাড়াতো না খুলনার স্কোর।
খুলনার ৫ জন ব্যাটসম্যান দুই অংশ স্পর্শ করেছেন। এদের মধ্যে আবারও দু’জন বিশেষজ্ঞ বোলার। বাকি তিনজনের মধ্যে একজন আরিফুল হক, (খুলনার অনেক ম্যাচের নায়ক) যার ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ২৪ রান। বাকিদের কেউ ২০ রান পেরোতে পারেনি।
এদিন, টস জিতে ব্যাট করতে নামে খুলনা। দলীয় এক রানেই ফিরে যান ওপেনার রাইলি রুশো। এরপর স্কোরবোর্ডে ৪০ রান যোগ হতেই নেই প্রথম সারির পাঁচ ব্যাটসম্যান।
এমনকি দুর্দান্ত ফর্মে থাকা দলীয় অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও এদিন দলের হাল ধরতে ব্যর্থ হয়েছেন। তবে দাঁড়িয়ে যান এবারের বিপিএলে দুর্দান্ত খেলতে থাকা আরিফুল হক। কিন্তু সতীর্থদের আসা যাওয়ার কারণে দলের জন্য একটা লড়াকু সংগ্রহ এনে দিতে পারেননি তিনি।
এদিকে, ১১২ রানে টার্গেটে ব্যাট করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কুমিল্লার সংগ্রহ ৭ ওভারে বিনা উইকেটে ৬০ রান।
আকাশ নিউজ ডেস্ক 























