অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
মার্কিন অভিনেত্রী মেগান মর্কেলের সঙ্গে সাংসারিক জীবনে আবদ্ধ হচ্ছে প্রিন্স হ্যারি। আবারও রাজপরিবারে বিয়ের ধুম পড়ে গিয়েছে। সোমবার এমন কথায় জানান প্রিন্স চার্লস। ২০১৬ থেকে প্রেমের সম্পের্ক জড়িয়ে পড়েন তারা। এমন কি নভেম্বরের প্রথম দিকে তাদের এনগেজমেন্টও হয়। তবে সে খবর শুধুই রাজপরিবারের মধ্যে সীমাবদ্ধ ছিলো।
বাকিংহাম প্যালেসের মুখপাত্র এ প্রসঙ্গে জানান, রানি ভাবি এ দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। রাজ পরিবারের নতুন সদস্য হিসেবে মেগানকে গ্রহণ করেছেন তিনি। গত সেপ্টেম্বরে ‘কাপল’ হিসেবে প্রথম প্রকাশ্যে আসেন হ্যারি ও মেগান। ভেনিটি ফেয়ার ম্যাগাজিনকে মেগান আগেই বলেছিলেন, `আমরা একে অপরকে ভালোবেসে খুব ভালো আছি।
যদিও বাকিংহাম প্যালেস থেকে হ্যারির বিয়ের দিন সংবাদ মাধ্যমকে জানানো হয়নি। তবে তা যে খুব বেশি দূরে নয়, তা বলছে রাজপরিবারের বিভিন্ন সূত্র। আবারও রাজকীয় বিয়ে দেখার অপেক্ষা পৃথিবী জুড়ে।
আকাশ নিউজ ডেস্ক 

























