ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু হওয়া উচিত, এতেই সবার মঙ্গল: মান্না প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে নাসীরুদ্দীনের ক্রমাগত মিথ্যাচার ভাইরাল হওয়ার কৌশল: মাহদী আমিন আমাদের ব্যবহার করতে চেয়েছিল, বের হয়েছি ইসলামের কল্যাণে: রেজাউল করীম ‘যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছে, তারা বেঈমান’:আজহারুল ইসলাম ১২ ফেব্রুয়ারি রাজনীতির চেহারা পাল্টে দিতে পারে: রুমিন ফারহানা তারেক রহমানের ওপর বিশ্বাসে করে দেখেন ইনশাআল্লাহ বাংলাদেশ ঠকবে না: পার্থ নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না: ইসি আনোয়ারুল রাষ্ট্র পরিচালানার জন্য অভিজ্ঞতার দরকার আছে: নজরুল ইসলাম একটি দল ‘স্বৈরাচারী ভাষায়’ বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে: তারেক রহমান নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে: আইজিপি

জার্মানিতে নতুন নির্বাচন এড়াতে গঠিত হচ্ছে মহাজোট সরকার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জার্মানে গত ২৪ সেপ্টেম্বর জাতীয় নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয় চ্যাঞ্চেলর অ্যাঙ্গেলা মেরকেলের কনজার্ভেটিভ পার্টির নেতৃত্বধীন জোট। ফলে চতুর্থবারের মতো সরকার গঠনে নতুন জোট করার চেষ্টা চালাচ্ছিলেন মেরকেল। কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধানে পৌঁছতে পারেননি তিনি।

উল্টো গত সোমবার তথাকথিত জামাইকা কোয়ালিশন সরকার গঠনে ব্যর্থ হওয়ার পর আগের জোটে থাকা দলটি আলোচনা প্রত্যাখ্যান করে। সেইসঙ্গে অন্য যে দলটির সঙ্গে জোট গঠনের আলোচনা চলছিল সেটিও বেরিয়ে যায়।

এতে জার্মানি একটি সংকটে পড়তে যাচ্ছিল বলে আশঙ্কা করা হচ্ছিল। কারণ জোট গঠনের বাইরে মেরকেলের সামনে দুটি পথ খোলা আছে। আর তো হলো- হয় তাকে একটি দুর্বল সরকারের নেতৃত্ব দিতে হবে, না হয় দেশটির প্রেসিডেন্টকে নতুন নির্বাচনের ঘোষণা দিতে হবে।

এমতাবস্থায় বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনায় জার্মানিকে রক্ষায় মেরকেলের সঙ্গে মহাজোট গঠনে অংশগ্রহণ করার ইঙ্গিত দিয়েছে দেশটির বিরোধী দল এসপিডি। দলটির শীর্ষ নেতা নিয়েলস অ্যানেন শনিবার প্যাসেউর ‍নুয়ে প্রেস নামে এক গণমাধ্যম দেয়া সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ওই নেতা বলেছেন, মেরকেলের সঙ্গে আলোচনায় মিললে তার দল কনজার্ভেটিভ পার্টির সঙ্গে জোট গঠন করতে রাজি আছে। দ্রুত সরকার গঠনের তাগিদ দিয়ে তিনি বলেন, মহাজোট গঠনের বিকল্প নেই, আর তা হলে তাদেরও বাইরে থাকার উপায় নেই।

এর আগে শুক্রবার এসপিডির প্রধান মার্টিন সুলজ জোট সরকার গঠনে মেরকেলের সঙ্গে আলোচনায় রাজি বলে জানান। তবে যেকোনো চুক্তির ব্যাপারে তার দলের সদস্যরাই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন বলেও উল্লেখ করেন তিনি। সাক্ষাৎকারে অ্যানেন বলেন, তবে কনজার্ভেটিভ পার্টির সঙ্গে চার বছরের জন্য সরকার পরিচালনায় অংশ নেয়ার আগে তাদের জানতে হবে মেরকেল কিভাবে সরকার চালাতে চান।

সেপ্টেম্বরের নির্বাচনের পর বিরোধী দলে থাকারই অঙ্গীকার করে মধ্য বামপন্থী এসপিডি। কিন্তু নতুন একটি নির্বাচন এবং সরকার গঠনের সংকট এড়াতে দেশটির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমিয়েরসহ বিভিন্ন মহল থেকে দলটির ওপর চাপ আসতে থাকে। তারই পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে দলটি।

মার্টিন সুলজ বলেন, দুটি ছোট দলের সঙ্গে মেরকেলের জোট গঠনের প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় জার্মানি ও ইউরোপের চিন্তা করে দায়িত্ববোধের জায়গা থেকেই তার দলের নেতার আলোচনায় রাজি হয়েছেন। অ্যানেন ওই সাক্ষাৎকারে বলেন, জরুরিভিত্তিতে জার্মানিতে একটি দূরদর্শী ও নির্ভরযোগ্য সরকার দরকার। এ জন্য মহাজোট গঠনের বিকল্প নেই, আর সেটি হলে আমরাও তার বাইরে থাকব না।

এসপিডি দেশের মঙ্গলের কথাই চিন্তা করছে বলে উল্লেখ করেন তিনি। অন্যদিকে, দলটির উপনেতা রাল্ফ স্টিগনার বলেছেন, সুলজ দলীয় নেতা হিসেবে পুনর্নিবাচিত হবেন। কারণ দলের ভেতরে তার শক্ত সমর্থন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন সুষ্ঠু হওয়া উচিত, এতেই সবার মঙ্গল: মান্না

জার্মানিতে নতুন নির্বাচন এড়াতে গঠিত হচ্ছে মহাজোট সরকার

আপডেট সময় ১১:৩১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জার্মানে গত ২৪ সেপ্টেম্বর জাতীয় নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয় চ্যাঞ্চেলর অ্যাঙ্গেলা মেরকেলের কনজার্ভেটিভ পার্টির নেতৃত্বধীন জোট। ফলে চতুর্থবারের মতো সরকার গঠনে নতুন জোট করার চেষ্টা চালাচ্ছিলেন মেরকেল। কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধানে পৌঁছতে পারেননি তিনি।

উল্টো গত সোমবার তথাকথিত জামাইকা কোয়ালিশন সরকার গঠনে ব্যর্থ হওয়ার পর আগের জোটে থাকা দলটি আলোচনা প্রত্যাখ্যান করে। সেইসঙ্গে অন্য যে দলটির সঙ্গে জোট গঠনের আলোচনা চলছিল সেটিও বেরিয়ে যায়।

এতে জার্মানি একটি সংকটে পড়তে যাচ্ছিল বলে আশঙ্কা করা হচ্ছিল। কারণ জোট গঠনের বাইরে মেরকেলের সামনে দুটি পথ খোলা আছে। আর তো হলো- হয় তাকে একটি দুর্বল সরকারের নেতৃত্ব দিতে হবে, না হয় দেশটির প্রেসিডেন্টকে নতুন নির্বাচনের ঘোষণা দিতে হবে।

এমতাবস্থায় বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনায় জার্মানিকে রক্ষায় মেরকেলের সঙ্গে মহাজোট গঠনে অংশগ্রহণ করার ইঙ্গিত দিয়েছে দেশটির বিরোধী দল এসপিডি। দলটির শীর্ষ নেতা নিয়েলস অ্যানেন শনিবার প্যাসেউর ‍নুয়ে প্রেস নামে এক গণমাধ্যম দেয়া সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ওই নেতা বলেছেন, মেরকেলের সঙ্গে আলোচনায় মিললে তার দল কনজার্ভেটিভ পার্টির সঙ্গে জোট গঠন করতে রাজি আছে। দ্রুত সরকার গঠনের তাগিদ দিয়ে তিনি বলেন, মহাজোট গঠনের বিকল্প নেই, আর তা হলে তাদেরও বাইরে থাকার উপায় নেই।

এর আগে শুক্রবার এসপিডির প্রধান মার্টিন সুলজ জোট সরকার গঠনে মেরকেলের সঙ্গে আলোচনায় রাজি বলে জানান। তবে যেকোনো চুক্তির ব্যাপারে তার দলের সদস্যরাই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন বলেও উল্লেখ করেন তিনি। সাক্ষাৎকারে অ্যানেন বলেন, তবে কনজার্ভেটিভ পার্টির সঙ্গে চার বছরের জন্য সরকার পরিচালনায় অংশ নেয়ার আগে তাদের জানতে হবে মেরকেল কিভাবে সরকার চালাতে চান।

সেপ্টেম্বরের নির্বাচনের পর বিরোধী দলে থাকারই অঙ্গীকার করে মধ্য বামপন্থী এসপিডি। কিন্তু নতুন একটি নির্বাচন এবং সরকার গঠনের সংকট এড়াতে দেশটির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমিয়েরসহ বিভিন্ন মহল থেকে দলটির ওপর চাপ আসতে থাকে। তারই পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে দলটি।

মার্টিন সুলজ বলেন, দুটি ছোট দলের সঙ্গে মেরকেলের জোট গঠনের প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় জার্মানি ও ইউরোপের চিন্তা করে দায়িত্ববোধের জায়গা থেকেই তার দলের নেতার আলোচনায় রাজি হয়েছেন। অ্যানেন ওই সাক্ষাৎকারে বলেন, জরুরিভিত্তিতে জার্মানিতে একটি দূরদর্শী ও নির্ভরযোগ্য সরকার দরকার। এ জন্য মহাজোট গঠনের বিকল্প নেই, আর সেটি হলে আমরাও তার বাইরে থাকব না।

এসপিডি দেশের মঙ্গলের কথাই চিন্তা করছে বলে উল্লেখ করেন তিনি। অন্যদিকে, দলটির উপনেতা রাল্ফ স্টিগনার বলেছেন, সুলজ দলীয় নেতা হিসেবে পুনর্নিবাচিত হবেন। কারণ দলের ভেতরে তার শক্ত সমর্থন রয়েছে।