ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করছেন শেখ হাসিনা: খালিদ

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে চলছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। বুধবার জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ উপলক্ষে দিনাজপুরের বিরল উপজেলা চত্বরে এক র‌্যালিপূর্ব আলোচনায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা যে সংবিধান পেয়েছি, পঁচাত্তরের পর জিয়াউর রহমানসহ সামরিক জান্তারা সে সংবিধানকে ক্ষত-বিক্ষত করেছে। রক্তের আখরে লেখা সেই সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খালিদ মাহমুদ বলেন, বার বার সংবিধান পরিবর্তন করা হলে, জনগণের আস্থা থাকবে না। সংবিধান দূর্বল হয়ে যাবে। সংবিধান দূর্বল হলে আমাদের মুক্তিযুদ্ধ ও আমরা সবাই দূর্বল হয়ে যাব। তিনি বলেন, জিয়া, এরশাদ ও খালেদা নিজেদের প্রয়োজন অনুযায়ী সংবিধানকে ব্যবহার করেছে। প্রতি পাঁচ বছর পর পর সংবিধান নিয়ে জটিলতা তৈরি হত। সে অচলায়তন ভেঙ্গে দেশকে সংবিধানের ধারায় নিয়ে এসেছেন শেখ হাসিনা।

বিভিন্ন খাতে সরকারের নানা উন্নয়ন প্রকল্প তুলে ধরে খালিদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বের সরকার দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শেখ হাসিনা সত্য ও সংবিধানের পথে চলেন বলেই আজকে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে দেশের সুনাম বৃদ্ধি পাচ্ছে। বিএনপি আবারো ষড়যন্ত্রের পথে যেতে পারে উলে­খ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান খালিদ।

বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম রওশন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা পূরভী রানী রায়, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ সুফিয়া নাহার মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু।

একই দিন গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও মানবিক সহায়তা কর্মসূচির অর্থ বিতরণ করেন খালিদ। পরে জেলার বোচাগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে মসজিদের বাক্সে ৯ লাখ টাকা

সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করছেন শেখ হাসিনা: খালিদ

আপডেট সময় ০৩:৩৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে চলছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। বুধবার জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ উপলক্ষে দিনাজপুরের বিরল উপজেলা চত্বরে এক র‌্যালিপূর্ব আলোচনায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা যে সংবিধান পেয়েছি, পঁচাত্তরের পর জিয়াউর রহমানসহ সামরিক জান্তারা সে সংবিধানকে ক্ষত-বিক্ষত করেছে। রক্তের আখরে লেখা সেই সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খালিদ মাহমুদ বলেন, বার বার সংবিধান পরিবর্তন করা হলে, জনগণের আস্থা থাকবে না। সংবিধান দূর্বল হয়ে যাবে। সংবিধান দূর্বল হলে আমাদের মুক্তিযুদ্ধ ও আমরা সবাই দূর্বল হয়ে যাব। তিনি বলেন, জিয়া, এরশাদ ও খালেদা নিজেদের প্রয়োজন অনুযায়ী সংবিধানকে ব্যবহার করেছে। প্রতি পাঁচ বছর পর পর সংবিধান নিয়ে জটিলতা তৈরি হত। সে অচলায়তন ভেঙ্গে দেশকে সংবিধানের ধারায় নিয়ে এসেছেন শেখ হাসিনা।

বিভিন্ন খাতে সরকারের নানা উন্নয়ন প্রকল্প তুলে ধরে খালিদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বের সরকার দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শেখ হাসিনা সত্য ও সংবিধানের পথে চলেন বলেই আজকে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে দেশের সুনাম বৃদ্ধি পাচ্ছে। বিএনপি আবারো ষড়যন্ত্রের পথে যেতে পারে উলে­খ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান খালিদ।

বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম রওশন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা পূরভী রানী রায়, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ সুফিয়া নাহার মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু।

একই দিন গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও মানবিক সহায়তা কর্মসূচির অর্থ বিতরণ করেন খালিদ। পরে জেলার বোচাগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন তিনি।