অাকাশ জাতীয় ডেস্ক:
গত অর্থবছরে বিভাগ, জেলা-উপজেলা পর্যায়ে ভিআইপিদের সফরে জ্বালানি বাবদ ৩৯ কোটি ৯৩ লাখ টাকা সরকারের ব্যয় হয়েছে। সোমবার সংসদে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, এর মধ্যে গ্যাস ও জ্বালানি খাতে ৬ কোটি ৪৮ লাখ টাকা, পেট্রোল ও লুব্রিক্যান্ট খাতে ৩২ কোটি টাকা, জলযানে পেট্রোল ও লুব্রিক্যান্ট খাতে ১ কোটি ৪৫ লাখ টাকা হয়েছে।
স্বতন্ত্র সদস্য মো. রুস্তম আলী ফরাজীর অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়িয়ে ৩৫ বছর করার কোন পরিকল্পনা আপাতত সরকারের নেই।
ইসমাত আরা সাদেক বলেন, বিশ্ববিদ্যালয়সমূহে সেশনজট কমে আসায় বয়স বাড়ানোর প্রয়োজন বর্তমানে নেই। বর্তমানে সাধারণ প্রার্থীদের জন্য চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর।
আকাশ নিউজ ডেস্ক 




















