ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

স্যার পায়ে ধরি, আমাদের পরীক্ষা নিন

অাকাশ জাতীয় ডেস্ক:

‘স্যার পায়ে ধরি, আমাদের পরীক্ষা নিন, ‘সেশনজট থেকে মুক্তি চাই, শিক্ষকদের রাজনীতির বলি কেন আমরা, সমাবর্তনে অংশ নিতে চাই’-এমন আকুতি নিয়ে অবস্থান ধর্মঘট পালন করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার দুপুরে প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘট পালন করেন।

অবস্থান ধর্মঘট শেষে তারা অসহনীয় সেশনজট থেকে মুক্তি ও নিয়মিত ক্লাস-পরীক্ষা নেওয়ার দাবিতে উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর কাছে স্মারকলিপি দেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ইবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে অনার্স এবং মাস্টার্সের পাঁচ বর্ষে রয়েছে মোট ৮টি ব্যাচ। যেখানে ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের এখন মাস্টার্স পরীক্ষা দেওয়ার কথা, সেখানে বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এখনও তাদের রেজাল্ট পাননি। ফলে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য চতুর্থ সমাবর্তনেও অংশ নিতে পারছেন না তারা।

কোনো ব্যাচেই নিয়মিত ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় প্রত্যেক বর্ষে ২-৩ বছর করে সেশনজটে ভুগছেন বিভাগের শিক্ষার্থীরা। এতে করে একদিকে শিক্ষার্থীরা মানসিক যন্ত্রণায় ভুগছেন, অন্যদিকে পিছিয়ে পড়ছেন চাকরির বাজার থেকেও।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা সমকালকে বলেন, বিভাগের শিক্ষকদের মাঝে গ্রুপিং ও রাজনীতির কারণেই আমরা সেশনজটের কবলে পড়ছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, বিভাগের শিক্ষকদের সঙ্গে আলোচনা করে শিগগিরই বিষয়টি সমাধান করার চেষ্টা করব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে মসজিদের বাক্সে ৯ লাখ টাকা

স্যার পায়ে ধরি, আমাদের পরীক্ষা নিন

আপডেট সময় ১১:০১:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

‘স্যার পায়ে ধরি, আমাদের পরীক্ষা নিন, ‘সেশনজট থেকে মুক্তি চাই, শিক্ষকদের রাজনীতির বলি কেন আমরা, সমাবর্তনে অংশ নিতে চাই’-এমন আকুতি নিয়ে অবস্থান ধর্মঘট পালন করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার দুপুরে প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘট পালন করেন।

অবস্থান ধর্মঘট শেষে তারা অসহনীয় সেশনজট থেকে মুক্তি ও নিয়মিত ক্লাস-পরীক্ষা নেওয়ার দাবিতে উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর কাছে স্মারকলিপি দেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ইবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে অনার্স এবং মাস্টার্সের পাঁচ বর্ষে রয়েছে মোট ৮টি ব্যাচ। যেখানে ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের এখন মাস্টার্স পরীক্ষা দেওয়ার কথা, সেখানে বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এখনও তাদের রেজাল্ট পাননি। ফলে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য চতুর্থ সমাবর্তনেও অংশ নিতে পারছেন না তারা।

কোনো ব্যাচেই নিয়মিত ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় প্রত্যেক বর্ষে ২-৩ বছর করে সেশনজটে ভুগছেন বিভাগের শিক্ষার্থীরা। এতে করে একদিকে শিক্ষার্থীরা মানসিক যন্ত্রণায় ভুগছেন, অন্যদিকে পিছিয়ে পড়ছেন চাকরির বাজার থেকেও।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা সমকালকে বলেন, বিভাগের শিক্ষকদের মাঝে গ্রুপিং ও রাজনীতির কারণেই আমরা সেশনজটের কবলে পড়ছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, বিভাগের শিক্ষকদের সঙ্গে আলোচনা করে শিগগিরই বিষয়টি সমাধান করার চেষ্টা করব।