অাকাশ জাতীয় ডেস্ক:
বাগেরহাটে বাসের ধাক্কায় আক্কাস ফকির (৩৬) নামে এক নছিমন চালক নিহত হয়েছেন। রোববার সকালে বাগেরহাট-খুলনা সড়কের সদর উপজেলার শ্রীঘাটের ফুলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। আক্কাস ফকির বাগেরহাট সদর উপজেলার মাঝিডাঙ্গা গ্রামের হাশেম ফকিরের ছেলে। তিনি পেশায় সবজি বিক্রেতা।
বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান বলেন, খুলনা থেকে বাগেরহাটের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রী বাস তার সামনে থাকা কাঁচা সবজিবাহী নছিমনকে ধাক্কা দেয়। ওই বাসের ধাক্কায় নছিমনের চালক আক্কাস ফকির নছিমন থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত আক্কাস সকালে শ্রীঘাট সবজি আড়ৎ থেকে বিভিন্ন প্রকারের সবজি কিনে নিয়ে নিজে নছিমন চালিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি বাগেরহাটের বিভিন্ন হাটবাজারে ঘুরে সবজি বিক্রি করে সংসার চালাতেন।
লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি রাস্তার পাশে ফেলে চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
আকাশ নিউজ ডেস্ক 






















