অাকাশ জাতীয় ডেস্ক:
রংপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনায় বিএনপি-জামায়াতকে জড়ানো সরকারের চক্রান্ত বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার সকালে নীলফামারীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। রাজনৈতিক শিষ্টাচারের স্বার্থেই রংপুরের পাগলাপীরে বিএনপি পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি।
এ সময় তিনি বলেন, ‘রংপুরে হামলার ঘটনা একটি চক্রান্ত। দেশের অবস্থা অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় আওয়ামী লীগ।’
ফখরুল আরো বলেন, ‘জামায়াতকে কিন্তু রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা হয়নি। সুতরাং তারা আমাদের সাথে জোট দল হিসেবে আছেন।’
আকাশ নিউজ ডেস্ক 




















