ঢাকা ০২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের ভিসা পাননি আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা সায়েন্সল্যাবে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করে গণজমায়েতের ঘোষণা দেশে হিসাব কারচুপির মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ ও পাচার হয়েছে :পররাষ্ট্র উপদেষ্টা গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় বাংলাদেশে সংসদ নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ পর্যবেক্ষণ মিশন আ.লীগ নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণঅধিকারকে বেছে নেবে: নুর হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ অচেতন অবস্থায় রংপুরে উদ্ধার গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী কোনো বিশেষ ক্ষেত্রে ভোট দেওয়ার নির্দেশনা দেওয়া সরকারের উচিত নয়: আমির খসরু আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই: শফিকুল আলম

যথাসময়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

যথাসময়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘নির্বাচন কারো জন্য বসে থাকবে না। কোনও চক্রান্ত, ষড়যন্ত্র করে নির্বাচন ভণ্ডুল করা যাবে না। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এর কোনও বিকল্প নেই।’

নির্বাচন ভণ্ডুল করার মধ্যে কোনও সফলতা নেই মন্তব্য করে তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘এখনও সময় আছে, চক্রান্ত-ষড়যন্ত্রের পথ পরিহার করে নির্বাচনের পথে হাটুন। অন্যথায় অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।’ দুই দিনের সফরের দ্বিতীয় দিন বুধবার (১৯ জুলাই) দুপুরে নিজ নির্বাচনি এলাকা সিরাজগঞ্জ সদর উপজেলায় বাহুকায় এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী নাসিম প্রমত্তা যমুনার সঙ্গে যুদ্ধ করে সেনাবাহিনী, পানি উন্নয়ন বিভাগ ও দলীয় নেতাকর্মীরা নিরলস পরিশ্রম করে ভেঙে যাওয়া বাঁধ পুনঃনির্মাণ করায় তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘জনগণের সরকার ক্ষমতায় থাকলে জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে। সেই দায়বদ্ধতা থেকেই দ্রুততম সময়ে এই বাঁধ পুনঃনির্মাণ করা হয়েছে। ইতোমধ্যেই এ অঞ্চলে পানিসম্পদমন্ত্রী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী সিরাজগঞ্জ পরিদর্শন করেছেন।’

বন্যা ও ভাঙনের কবল থেকে এ অঞ্চলের মানুষকে রক্ষায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে নাসিম আরও বলেন, ‘ইতোমধ্যেই সরকার সিরাজগঞ্জে পানি উন্নয়ন বিভাগের অধীনে এক হাজার কোটি টাকার বিভিন্নমুখী উন্নয়ন কাজ করছেন। আরও সাড়ে চারশ’ কোটি টাকার প্রকল্প চলতি অর্থ বছরেই শুরু করা হবে। এ প্রকল্পে সিরাজগঞ্জের শিমলা থেকে কাজীপুরের খুদবান্দি পর্যন্ত সাত কি.মি. নদী শাসন কাজ করা হবে। এ প্রকল্প বাস্তবায়িত হলে সিরাজগঞ্জসহ কাজীপুর ভাঙন মুক্ত হবে।’

স্বাস্থ্যমন্ত্রীর বাঁধ পরিদর্শনকালে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রউফ, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. শেখ মো. মনজুর রহমান, পানি উন্নয়ন বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাবুল চন্দ্র শীল, নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের ভিসা পাননি আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা

যথাসময়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে: নাসিম

আপডেট সময় ১০:৫৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

যথাসময়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘নির্বাচন কারো জন্য বসে থাকবে না। কোনও চক্রান্ত, ষড়যন্ত্র করে নির্বাচন ভণ্ডুল করা যাবে না। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এর কোনও বিকল্প নেই।’

নির্বাচন ভণ্ডুল করার মধ্যে কোনও সফলতা নেই মন্তব্য করে তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘এখনও সময় আছে, চক্রান্ত-ষড়যন্ত্রের পথ পরিহার করে নির্বাচনের পথে হাটুন। অন্যথায় অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।’ দুই দিনের সফরের দ্বিতীয় দিন বুধবার (১৯ জুলাই) দুপুরে নিজ নির্বাচনি এলাকা সিরাজগঞ্জ সদর উপজেলায় বাহুকায় এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী নাসিম প্রমত্তা যমুনার সঙ্গে যুদ্ধ করে সেনাবাহিনী, পানি উন্নয়ন বিভাগ ও দলীয় নেতাকর্মীরা নিরলস পরিশ্রম করে ভেঙে যাওয়া বাঁধ পুনঃনির্মাণ করায় তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘জনগণের সরকার ক্ষমতায় থাকলে জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে। সেই দায়বদ্ধতা থেকেই দ্রুততম সময়ে এই বাঁধ পুনঃনির্মাণ করা হয়েছে। ইতোমধ্যেই এ অঞ্চলে পানিসম্পদমন্ত্রী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী সিরাজগঞ্জ পরিদর্শন করেছেন।’

বন্যা ও ভাঙনের কবল থেকে এ অঞ্চলের মানুষকে রক্ষায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে নাসিম আরও বলেন, ‘ইতোমধ্যেই সরকার সিরাজগঞ্জে পানি উন্নয়ন বিভাগের অধীনে এক হাজার কোটি টাকার বিভিন্নমুখী উন্নয়ন কাজ করছেন। আরও সাড়ে চারশ’ কোটি টাকার প্রকল্প চলতি অর্থ বছরেই শুরু করা হবে। এ প্রকল্পে সিরাজগঞ্জের শিমলা থেকে কাজীপুরের খুদবান্দি পর্যন্ত সাত কি.মি. নদী শাসন কাজ করা হবে। এ প্রকল্প বাস্তবায়িত হলে সিরাজগঞ্জসহ কাজীপুর ভাঙন মুক্ত হবে।’

স্বাস্থ্যমন্ত্রীর বাঁধ পরিদর্শনকালে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রউফ, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. শেখ মো. মনজুর রহমান, পানি উন্নয়ন বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাবুল চন্দ্র শীল, নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম প্রমুখ উপস্থিত ছিলেন।