ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : তারেক রহমান নির্বাচনে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে: সেনাপ্রধান বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কাঙ্ক্ষিত পর্যায়ে নেই: পররাষ্ট্র উপদেষ্টা হাদি হত্যা: ফয়সাল করিমের আরেক সহযোগী গ্রেফতার, ৬ দিনের রিমান্ড টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের কবর জিয়ারত করে প্রচারণা শুরু স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে বিজয়ী হলে প্রয়োজনে জীবন দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো : মামুনুল হক তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে অসুস্থ ফজলুর রহমান গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই : ড. মোশাররফ এবার দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

খালেদা জিয়ার দেওয়া চ্যালেঞ্জ গ্রহণ করুন: বিএনপি

অাকাশ জাতীয় ডেস্ক:

সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় খালেদা জিয়া কোন আক্রোশ নয়, বরং রাজনৈতিক বক্তব্য দিয়েছেন দাবি করে বিএনপি বলছে, বেগম জিয়া যে চ্যালেঞ্জ দিয়েছেন তার অন্তত একটা গ্রহণ করেন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। সে নির্বাচনে জয় পরাজয় যা হয় হবে। জনগণের ওপর ভরসা রাখেন।

সোমবার পৃথক আলোচনা সভায় আওয়ামী লীগের উদ্দেশ্যে বিএনপি নেতারা এসব কথা বলেন। দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বিপ্লব ও সংহতি দিবস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এসময় তিনি বলেন, খালেদা জিয়ার চ্যালেঞ্জ গ্রহণ করুন। আসেন একইসঙ্গে পাশাপাশি দু’টি জনসভা করি। এক পাশে বিএনপি অন্য পাশে আওয়ামী লীগ। দেখুন কোন পক্ষে জনগণ কেমন থাকে। ‘জনগণের ওপর ভরসা থাকলে খালেদা জিয়া নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের যে চ্যালেঞ্জ দিয়েছেন, তা গ্রহণ করুন।’

জাতীয়তাবাদী প্রজন্ম’৭১ নামক সংগঠন আয়োজিত সভায় তিনি বলেন: বেগম জিয়া কোন আক্রোশের বক্তব্য দেননি। তিনি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। রাজনৈতিক বক্তব্যকে রাজনৈতিকভাবে গ্রহণ করুন। আর নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের যে দাবি তা জনগণে দাবি। প্রয়োজনে সংবিধানের সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি করেন তিনি।

অন্যদিকে ঢাকা রিপোটার্স ইউনিটিতে ‘৭ নভেম্বরের চেতনা এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন: গণতন্ত্রের পথে ফিরে এসে আপনারা নিরপেক্ষ নির্বাচন দেন।

দুপুরে মুক্তিযুদ্ধের চেতনা পরিষদের আয়োজনে সভায় খসরু দাবি করেন: সমাবেশে আসতে বহু বাধা দেয়া হয়েছে। যানবাহন চলতে দেয়া হয়নি। তারপরও জনগণ পায়ে হেঁটে এসে বেগম খালেদা জিয়াকে সমর্থন জানিয়েছে। জনগণ পরিবর্তন চায়, গণতন্ত্র চায়। বেগম জিয়ার চ্যালেঞ্জ গ্রহণ করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন।

আওয়ামী লীগের উদ্দেশে করে আমির খসরু বলেন: নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন করে যদি জোরপূর্বক ক্ষমতায় যেতে চান তাহলে রাজনৈতিক অঙ্গনে দীর্ঘমেয়াদে টিকতে পারবেন না। আমরা চাই আপনারা রাজনৈতিক অঙ্গনে থাকুন। গণতন্ত্রের জন্য নিরপেক্ষ নির্বাচন দিন। আর নির্বাচনে জনগণ যাকে ইচ্ছা জয়ী করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : তারেক রহমান

খালেদা জিয়ার দেওয়া চ্যালেঞ্জ গ্রহণ করুন: বিএনপি

আপডেট সময় ০৩:৪৬:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় খালেদা জিয়া কোন আক্রোশ নয়, বরং রাজনৈতিক বক্তব্য দিয়েছেন দাবি করে বিএনপি বলছে, বেগম জিয়া যে চ্যালেঞ্জ দিয়েছেন তার অন্তত একটা গ্রহণ করেন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। সে নির্বাচনে জয় পরাজয় যা হয় হবে। জনগণের ওপর ভরসা রাখেন।

সোমবার পৃথক আলোচনা সভায় আওয়ামী লীগের উদ্দেশ্যে বিএনপি নেতারা এসব কথা বলেন। দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বিপ্লব ও সংহতি দিবস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এসময় তিনি বলেন, খালেদা জিয়ার চ্যালেঞ্জ গ্রহণ করুন। আসেন একইসঙ্গে পাশাপাশি দু’টি জনসভা করি। এক পাশে বিএনপি অন্য পাশে আওয়ামী লীগ। দেখুন কোন পক্ষে জনগণ কেমন থাকে। ‘জনগণের ওপর ভরসা থাকলে খালেদা জিয়া নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের যে চ্যালেঞ্জ দিয়েছেন, তা গ্রহণ করুন।’

জাতীয়তাবাদী প্রজন্ম’৭১ নামক সংগঠন আয়োজিত সভায় তিনি বলেন: বেগম জিয়া কোন আক্রোশের বক্তব্য দেননি। তিনি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। রাজনৈতিক বক্তব্যকে রাজনৈতিকভাবে গ্রহণ করুন। আর নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের যে দাবি তা জনগণে দাবি। প্রয়োজনে সংবিধানের সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি করেন তিনি।

অন্যদিকে ঢাকা রিপোটার্স ইউনিটিতে ‘৭ নভেম্বরের চেতনা এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন: গণতন্ত্রের পথে ফিরে এসে আপনারা নিরপেক্ষ নির্বাচন দেন।

দুপুরে মুক্তিযুদ্ধের চেতনা পরিষদের আয়োজনে সভায় খসরু দাবি করেন: সমাবেশে আসতে বহু বাধা দেয়া হয়েছে। যানবাহন চলতে দেয়া হয়নি। তারপরও জনগণ পায়ে হেঁটে এসে বেগম খালেদা জিয়াকে সমর্থন জানিয়েছে। জনগণ পরিবর্তন চায়, গণতন্ত্র চায়। বেগম জিয়ার চ্যালেঞ্জ গ্রহণ করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন।

আওয়ামী লীগের উদ্দেশে করে আমির খসরু বলেন: নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন করে যদি জোরপূর্বক ক্ষমতায় যেতে চান তাহলে রাজনৈতিক অঙ্গনে দীর্ঘমেয়াদে টিকতে পারবেন না। আমরা চাই আপনারা রাজনৈতিক অঙ্গনে থাকুন। গণতন্ত্রের জন্য নিরপেক্ষ নির্বাচন দিন। আর নির্বাচনে জনগণ যাকে ইচ্ছা জয়ী করবে।