অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
লেবাননের সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী সাদ হারিরিকে সৌদি আরবে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে জল্পনা চলছে। তার মিত্ররাও দাবি করেছেন, হারিরির চলাফেরায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। সাদ হারিরির মন্ত্রীসভার উচ্চ পর্যায়ের একটি সূত্র দাবি করেছে, সৌদি আরবে অবস্থান করা হারিরির চলাফেরা ও যোগাযোগে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
সূত্র জানায়, হারিরির সঙ্গে তার মন্ত্রীসভা এবং রাজনৈতিক দলের কেউ যোগাযোগ করতে পারছেন না। সেখানে তাকে নিয়ে কী হচ্ছে তা নিয়ে চিন্তিত নেতারা। এসব নেতাও সৌদিপন্থি। জল্পনা চলছে, সাদ হারিরিকে তার ইচ্ছার বিরুদ্ধে আটকে রেখেছে সৌদি আরব। গত শনিবার হারিরি সৌদিতে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের কথা জানান। লেবাননভিত্তিক হিজবুল্লাহ বলেছে, লেবাননে সৌদি আরবের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।
আকাশ নিউজ ডেস্ক 



















