অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েকের পাসপোর্ট বাতিল করেছে ভারত সরকার। মঙ্গলবার (১৮ জুলাই) মুম্বাই আঞ্চলিক পাসপোর্ট অফিস এ বাতিলের আদেশ দেয়।ভারতের পাসপোর্ট বিভাগ জানায়, ২০১৬ সালে ঢাকার ‘হলি আর্টিজান ক্যাফে’ হামলায় জাকিরের বিরুদ্ধে অভিযোগ থাকায়, তার পাসপোর্ট কেনো বাতিল করা হবে না- এই মর্মে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।
চলতি মাসের শুরুতে দেয়া ওই নোটিশে বলা হয়, ১৩ জুলাইয়ের মধ্যে জাকির নায়েককে এর কারণ দর্শাতে হবে অন্যথায় তার পাসপোর্টসহ অন্যান্য ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র অবৈধ ঘোষণা করা হবে।পরে পাসপোর্ট বিভাগের বেঁধে দেয়া ওই সময়ের মধ্যে জাকির নায়েক পাসপোর্ট জমা এবং কারণ দর্শাতে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।
আকাশ নিউজ ডেস্ক 



















