আকাশ স্পোর্টস ডেস্ক:
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকেই মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসর। এই মাঠের সৌন্দর্যে মুগ্ধ সকলেই। মুগ্ধ হয়েছেন বাংলাদেশ ওয়ানডে ও রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
চিটাগং ভাইকিংসের বিপক্ষে বিপিএলের সপ্তম ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সিলেট স্টেডিয়াম নিয়ে ম্যাশ বলেন, ‘মাঠটা আমাদের দেশের সবচেয়ে সুন্দরগুলোর একটি। আগের চেয়ে এটা এখন অনেক বেশি গোছালো। সিলেটের দর্শকদের জন্য খুব ভালো হয়েছে। কারণ তারা এখানে বেশি খেলা পান না। এখন দেশি বিদেশি ক্রিকেটার এসেছে। যা তাদের জন্য আনন্দের ব্যাপার।’
গতবারের রানার-আপ রাজশাহী কিংসকে ৬ উইকেটে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিলো রংপুর। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে চিটাগং ভাইকিংসের কাছে ১১ রানে হেরে যায় রংপুর। এক ওভারে পরপর দুই উইকেট শিকারের, পরের বলেই ইংল্যান্ডের রবি বোপারকে রান আউট করেন চিটাগং-এর পেসার তাসকিন আহমেদ। তাই বোপারার আউট ও তাসকিনের দুর্দান্ত ওভারটিই হারের প্রধান কারন বলে মনে করেন মাশরাফি, ‘প্রথমত হারটা আমার কাছে মনে হয়, বোপারার অস্বাভাবিক আউটটার মূল্য দিতে হয়েছে। থিসারা পেরেরার আউটটাও আমাদের জন্য ক্ষতির কারণ ছিলো। আমার কাছে মনে হয়, মিডল পার্টটার কারণেই আমরা হেরেছি। সেনওয়ারির আউটটাও টার্নিং পয়েন্ট। তাসকিনের ব্রিলিয়ান্ট একটা ওভার ছিলো। বিশেষ করে সাত আট করে রান লাগলে ঠান্ডা মাথায় খেলতে হয়, যেটা আজ আমরা পারিনি।’
২০০১ সালের ৮ নভেম্বর টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে মাশরাফির। আজও ৮ নভেম্বর। আন্তর্জাতিক অভিষেকের পর দেখতে দেখতে ১৬ বছর কেটে গেল ম্যাশের। এটিকে কিভাবে দেখছেন, এমন প্রশ্নে মাশরাফি বলেন, ‘১৬ বছর পুরোটা বলা তো কঠিন। তবে আনন্দটা অনেক ছিলো। অনেক দুঃখও ছিলো। কষ্ট ছিলো। ১৬ বছর পার করতে অনেক কষ্ট হয়েছে। আমার উপর দিয়ে কঠিন ধকল গেছে। তারপরও খুশি। কারণ এখনো খেলে যাচ্ছি। যারা আমার জন্য দোয়া করেছেন তাদেরকে ধন্যবাদ। সত্যি বলতে আজ সকাল পর্যন্ত জানতাম না যে, আজ ১৬ বছর হচ্ছে। পরে সোশ্যাল মিডিয়ায় দেখেছি। এর আগে মাথায় ছিলো না। অবশ্যই নিজের কাছে ভালো লাগছে। দেখা যাক আর কতোদিন খেলা যায়।’
আকাশ নিউজ ডেস্ক 

























